Breaking





Friday, July 30, 2021

100+ History Question and Answer in Bengali PDF Part - 4 || ১০০টি+ ইতিহাস প্রশ্নোত্তর পর্ব – ৪ PDF

100+ History Question and Answer in Bengali PDF Part - 4 || ১০০টি+ ইতিহাস প্রশ্নোত্তর পর্ব – ৪ PDF

100+ History Question and Answer in Bengali PDF Part - 4
১০০টি+ ইতিহাস প্রশ্নোত্তর
সাফল্য:
নমস্কার বন্ধুরা,
ভারতীয় ইতিহাসের অংশ হিসাবে 100+ History Question and Answer PDF টি আপনাদের মাঝে সম্পূর্ণ বিনামূল্যে এবং বাংলা ভাষায় প্রদান করছি| যেটির মধ্যে বাছাই করা গুরুত্বপূর্ণ ১০০ টি প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা হয়েছে| যেগুলি আপনারা স্টাডির মাধ্যমে আগত বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সফলতা লাভ করতে পারবেন|

              তাই আর দেরি না করে নমুনা প্রশ্নোত্তর গুলি দেখে নিন এবং নিচের দেওয়া লিংক থেকে 100+ History Question and Answer Part - 4 PDF টি ডাউনলোড করে নিন|

কিছু নমুনা প্রশ্নোত্তর::

১. ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট পাসের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন ?
উ: লর্ড মাউন্টব্যাটেন

২. কোনটি ‘কুরু’ মহাজনপদের রাজধানী ?
উ: ইন্দ্রপ্রস্থ

৩. মধ্যযুগীয় ভারতে স্থায়ী পেশাভিত্তিক সৈন্যব্যবস্থার প্রচলন কে করেন ?
উ: আলাউদ্দিন খলজি

৪. পর্যটন ইবন বতুতা কোন দেশ থেকে ভারতে আসেন ?
উ: মরক্কো

৫. কোন এলাকায় ১৮৫৭ এর বিদ্রোহের কোনো প্রভাব পড়েনি ?
উ: চেন্নাই

৬. লন্ডনের কোথায় দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল ?
উ: সেন্ট জেমস প্যালেস

৭. কে হিন্দুস্থান সোশ্যালিস্ট রিপাবলিকান আর্মি-র প্রতিষ্ঠা করেন ?
উ: চন্দ্রশেখর আজাদ

৮. সংস্কৃতে কাশ্মীরের ইতিহাস সম্পর্কিত কলহনের ‘রাজতরঙ্গিনী’ কবে রচিত হয়েছিল ?
উ: দ্বাদশ শতাব্দী

৯. কে ‘খলসা’ প্রতিষ্ঠা করেন ?
উ: গুরু গোবিন্দ সিং

১০. মহাকবি কালিদাস কোন শাসকের সমসাময়িক ছিলেন ?
উ: দ্বিতীয় চন্দ্রগুপ্ত

১১. ‘সত্যশোধক সমাজ’ - কে প্রতিষ্ঠা করেন ?
উ: জ্যোতিরাও ফুলে

১২. চম্পারণ নীল আন্দোলনের নেতা কে ছিলেন ?
উ: মহাত্মা গান্ধী

১৩. নর্মদা নদীর তীরে কে হর্ষবর্ধনকে পরাজিত করেন ?
উ: দ্বিতীয় পুলকেশী

১৪. বোধগয়ায় মহাবোধি মন্দির কে নির্মাণ করেন ?
উ: অশোক

১৫. ভক্তি আন্দোলনের সূচনা কে করেন ?
উ: রামানুজ

১৬. মহাবীরের পূর্বতম তীর্থঙ্করের নাম কি ?
উ: পার্শ্বনাথ

১৭. বাজারদর নিয়ন্ত্রণ ব্যবস্থা কে চালু করেন ?
উ: আলাউদ্দিন খলজি

১৮. ‘বিবি কা মকবরা’ স্মৃতিসৌধটি কার স্মৃতিতে নির্মিত ?
উ: দিলরাস বানু বেগম (ঔরঙ্গজেবের প্রথম স্ত্রী)

১৯. শীলভদ্র কোন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন?
উ: নালন্দা বিশ্ববিদ্যালয়

২০. ‘প্রজ্ঞাপারমিতা সূত্র’ – এর রচিয়তা কে ?
উ: নাগার্জুন

২১. রাষ্ট্রকূটদের রাজধানীর নাম কি ছিল ?
উ: মান্যখেত

২২. ইলতুৎমিসের প্রধান দাসরা কোন সমিতি গড়ে তোলে ?
উ: চাহালগানি

২৩. কাঞ্চি ও মহাবলিপুরমের শিল্পকীর্তি কোন রাজাদের কথা স্মরণ করায় ?
উ: পল্লব

২৪. ভারতের কোন সুলতানের আমন্ত্রণে বাবর সর্বপ্রথম ভারতবর্ষের দিকে দৃষ্টিপাত করেন ?
উ: আলম খাঁ লোদি ও দৌলত খাঁ লোদি

২৫. বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা কে ?
উ: ধর্মপাল

২৬. ‘কেশরী’ পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
উ: বি জি তিলক

২৭. কংগ্রেসের কোন অধিবেশনে গান্ধীজি প্রথম ও শেষবার সভাপতি হন ?
উ: বেলগাঁও

২৮. শিশিরকুমার ঘোষ কোন পত্রিকার সম্পাদক ছিলেন ?
উ: অমৃতবাজার

২৯. ‘কৃষ্ণের অবতার’ এবং ‘জগৎ ভূষণ’ উপাধি কে ধারণ করেছিলেন ?
উ: হুসেন শাহ

৩০. ‘আগ্রার অন্ধপক্ষী’ বলে কে অভিহিত হন ?
উ: সুরদাস

File Details::
File Name: 100+ History Question and Answer Part - 4
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 5
File size: 3.3 MB

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box