শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ প্রশ্নোত্তর পর্ব ০১ | Child Study & Psychology Bengali MCQ PDF for Primary TET
![]() |
শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ প্রশ্নোত্তর |
নমস্কার বন্ধুরা,
আজ শিশুশিক্ষা ও মনস্তত্ব প্রশ্নোত্তর পর্ব ০১ PDFটি শেয়ার করছি। যেটিতে শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ব থেকে বাছাই করা গুরুত্বপূর্ণ ৩১ টি মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তর কুইজ আকারে দেওয়া আছে। যেগুলি আপনারা স্টাডির মাধ্যমে আগত PTET, CTET সহ বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন এবং সফলতা লাভ করতে পারবেন।
সুতরাং সময় অপচয় না করে কুইজের মাধ্যমে নিজেকে যাচাই করে নিন এবং নীচের দেওয়া লিংকে ক্লিক করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন সম্পূর্ণ ফ্রীতে।
শিশুশিক্ষা ও শিশু মনস্তত্ত্ব MCQ প্রশ্ন ও উত্তর
❏ স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হল ?
কোঠারী কমিশন
রাধাকৃষ্ণ কমিশন
রামমূর্তি কমিশন
কে. সি. পন্থ
❏ ‘আগ্রহ একধরনের গতিশীল মানসিক প্রবণতা’ – এই মতের প্রবক্তা কে ?
ড্রেভার
ম্যাকডুগাল
স্ট্যউট
কিংহাম
❏ বুদ্ধির গঠন সংক্রান্ত তত্ত্বের প্রবক্তা কে ?
স্পিয়ারম্যান
থর্নডাইক
গিলফোর্ড
ভার্নন
❏ সাত থেকে বারো বছর বয়সকালকে কি বলে ?
কৈশোর
শৈশব
প্রারম্ভিক বাল্য
প্রান্তীয় বাল্য
❏ শিক্ষক হিসাবে ছাত্রদের সঙ্গে কেমন ব্যবহার করা উচিত ?
বন্ধুর মতো
নিজের পুত্রর মতো
সমমর্যাদার
উপরের কোনটিই নয়
❏ “বিশেষ বিশেষ সামর্থ্য অর্জন করার ক্ষমতাই বুদ্ধি” –এই মতটি সর্বপ্রথম কে প্রকাশ করেন ?
মনোবিদ উড্রো
মনোবিদ রুশো
মনোবিদ ওয়াটসন
মনোবিদ রস
❏ শিখনতত্ত্বে প্রেষণা এবং পুরষ্কার লাভের ওপর বিশেষ গুরুত্ব কে দিয়েছিলেন ?
থর্নডাইক
স্কিনার
স্পিয়ারম্যান
প্যাভলভ
❏ সামাজিক চুক্তি নীতির প্রবক্তা হলেন ?
কোঠারী
রাধাকৃষ্ণণ
মুদালিয়ার
হেগেল
❏ সঞ্চালনমূলক পদ্ধতির প্রবর্তন করেন কে ?
জুয়ান বঁনে
ব্রেইল
পিরিয়ার
হেইনস
❏ রবীন্দ্রনাথ ‘ধর্মশিক্ষা’ গ্রন্থ কত সালে লেখেন ?
১৯১১ সালে
১৯১৭ সালে
১৯২১ সালে
১৯২৬ সালে
❏ মনোবিদ্যার বিষয়বস্তু হল বিভিন্ন ধরণের ?
নৈতিক পক্রিয়া
মানসিক পক্রিয়া
ধর্মীয় পক্রিয়া
সামাজিক পক্রিয়া
❏ প্রথম বসুন্ধরা সম্মেলন কত সালে অনুষ্ঠিত হয় ?
১৯৮০ সালে
১৯৮৫ সালে
১৯৮৯ সালে
১৯৯২ সালে
❏ “চরিত্র গঠনই শিক্ষার চরম আদর্শ” –উক্তিটি কার ?
রুশোর
ডিউইর
হার্বাটের
ফ্রয়েবেলের
❏ প্যাভলভের তত্ত্বটিকে কি বলা হয় ?
Type - II শিখন
Type - I শিখন
Type - IV শিখন
Type - III শিখন
❏ কলকাতায় হিন্দু স্কুল কত সালে স্থাপিত হয় ?
১৮১১ সালে
১৮১৪ সালে
১৮১৭ সালে
১৮২২ সালে
❏ ইংল্যান্ডের যে বেক্তি কোঠারী কমিশনের সদস্য ছিলেন, তার নাম কি ?
এইচ. এল. এলভিন
রজার বিন্নি
ম্যাকডুগাল
রজার রেভেল
❏ শিক্ষার উন্নতি কি দেখে বোঝা যায় ?
ভালো ফল
ছাত্রদের উপস্থিতি
ক্লাসের মধ্যে নীরবতা
ছাত্রদের জিজ্ঞাসাকৃত অর্থবহ প্রশ্ন
❏ ভারত পথিক কাকে বলা হয় ?
বিবেকানন্দকে
রামমোহনকে
গান্ধীজীকে
রবীন্দ্রনাথকে
❏ বুনিয়াদী শিক্ষার মূলভিত্তিটি হল ?
হস্তশিল্প
শরীরচর্চা
রাজনীতি
গানবাজনা
❏ কার্যকরী শিক্ষা প্রকৃতপক্ষে কোনটি ?
শিক্ষকের সততা
ছাত্রদের বোঝানো ও বুঝতে সাহায্য করা
শিক্ষকের নিজের পেশার প্রতি পছন্দ
শিক্ষকের পাণ্ডিত্য
❏ শিশুর জীবনের বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মধ্য দিয়ে তা হল ?
পরিবার
বন্ধু
পরিবেশ
সমাজ
❏ “প্রত্যক্ষণ প্রকৃতপক্ষে সংবেদন ও স্মৃতির সমন্বয়” – এই উক্তিটির প্রবক্তা কে ?
প্যাভলভ
থর্নডাইক
স্পিয়ারম্যান
পিলসবারি
❏ কত খ্রিস্টাব্দে প্রাথমিক শিক্ষাকে বাধ্যতামূলক করার কথা সর্বপ্রথম বলা হয় ?
১৯০৬
১৯০৯
১৯১৪
১৯১৭
❏ সংবেদন হল বস্তুকেন্দ্র্রিক –
দৈহিক পক্রিয়া
সাংস্কৃতিক পক্রিয়া
মানসিক পক্রিয়া
সামাজিক পক্রিয়া
❏ ইন্দ্রিয়ের সঙ্গে বস্তুর সংস্পর্শে আসামত্র বস্তু সম্পর্কে প্রাণীর যে চেতনা জাগে তা হল ?
ধারণা
স্মরণ
প্রত্যক্ষণ
সংবেদন
❏ মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রথম শিক্ষাপদ্ধতি গড়ে তোলেন ?
জোয়ান হারবার্ট
হার্বাট স্পেন্সার
রুশো
বিদ্যাসাগর
❏ হাতের আঙ্গুল সঞ্চালনমূলক পদ্ধতির ভারতীয় নাম কি ?
হস্তপল্লবী
করপল্লবী
করপ্রকাশ
বিশিষ্টপল্লবী
❏ মনোবিজ্ঞানকে আত্মার বিজ্ঞান বলে কে উল্লেখ করেছেন ?
পেস্তালৎসি
রুশো
অ্যারিস্টটল
কান্ট
❏ “মানুষের শ্বাসপ্রশ্বাস মানুষের কাছেই সর্বনাশা” –উক্তিটি কার ?
স্যার পার্সিনান
হারবার্ট
রুশো
ডিউই
❏ “জ্ঞানের মতো এত পবিত্র অন্য কিছু বস্তু পৃথিবীতে নেই” কথাটি লেখা আছে ?
কোরানে
রামায়নে
বেদে
গীতায়
❏ “প্রত্যকেই একজনকে শিক্ষা দাও” – নীতিটি যে কর্মসূচীর অন্তর্ভুক্ত তা হল ?
সর্বশিক্ষা অভিযান
জাতীয় সাক্ষরতা মিশন
ব্যবহারিক সাক্ষরতার গণকর্মসূচী
জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচী
File Details::
File Name: Child Study & Psychology Bengali MCQ
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 03
File size: 1.9 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box