60000 টাকা মাসিক বেতনে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি | Paschim Bardhaman MO Recruitment Notification 2022
![]() |
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরে চাকরি |
প্রিয় বন্ধুরা,
পশ্চিম বর্ধমান জেলার চিফ মেডিক্যাল অফিসার অব হেলথের পক্ষ হইতে Paschim Bardhaman CMOH Recruitment 2022 প্রকাশিত হয়েছে। Medical Officer পদে নিয়োগ করানো হবে। পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা ছেলে মেয়ে উভয়ই এই পদের জন্য আবেদন করতে পারবেন।
এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে যাবতীয় তথ্য জানতে নীচের নিবন্ধটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম ::
মেডিকেল অফিসার [Medical Officer]
মোট শূন্যপদ ::
২৪টি।
শিক্ষাগত যোগ্যতা ::
♦ আবেদনকারীকে অবশ্যই MBBS পাশ করা থাকতে হবে।
♦ অন্ততপক্ষে ১ বছরের ইন্ট্রানশিপ করা থাকতে হবে।
♦ অবশ্যই মেডিকেল কাউন্সিল দ্বারা রেজিস্টার্ড হতে হবে।
♦ আরো বিস্তারিত জানতে নীচের দেওয়া লিংক থেকে অফিশিয়াল নোটিশটি দেখে নিন।
বয়সসীমা ::
১লা জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী সর্বোচ্চ ৬২ বছর বয়স পর্যন্ত উক্ত পদে আবেদন করতে পারবেন।
মাসিক বেতন ::
৬০,০০০/- টাকা।
নিয়োগ পদ্ধতি ::
প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করানো হবে।
আবেদন মূল্য ::
১০০টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তবে SC,ST প্রার্থীদের জন্য ৫০টাকা আবেদন মূল্য দিতে হবে।
আবেদন পদ্ধতি ::
♦ অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
♦ নীচের লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
♦ প্রথমে নিজের নাম দিয়ে রেজিস্ট্রার করতে হবে।
♦ এরপর সঠিকভাবে ফর্ম পূরণ করতে হবে।
♦ নোটিশে উল্লেখিত সমস্ত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে।
♦ আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
♦ আবেদনপত্রের প্রিন্ট কপি নিয়ে সঠিক ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে পাঠাতে হবে।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা ::
The CMOH & Member Secretary, Office of the CMOH, Kalyanpur Satellite Township, Asansol Paschim Bardhaman, Pin 713305
গুরুত্বপূর্ণ তারিখ ::
আবেদন প্রক্রিয়া শুরু | ২৯শে সেপ্টেম্বর ২০২২ |
আবেদন প্রক্রিয়া শেষ | ১৩ই অক্টোবর ২০২২ |
গুরুত্বপূর্ণ লিংক ::
অফিশিয়াল নোটিফিকেশন | ডাউনলোড |
আবেদন করুন | ক্লিক করুন |
অফিশিয়াল ওয়েবসাইট | ক্লিক করুন |
টেলিগ্রাম চ্যানেল | যুক্ত হন |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box