বিভিন্ন দেশের স্থানান্তর কৃষি পদ্ধতির নাম সমূহের তালিকা PDF
![]() |
বিভিন্ন দেশের স্থানান্তর কৃষি পদ্ধতির নাম সমূহের তালিকা |
Hi Aspirants,
ভূগোলের অংশ হিসাবে বিভিন্ন দেশের স্থানান্তর কৃষি পদ্ধতির নাম সমূহের তালিকা PDF টি আপনাদের সঙ্গে সম্পূর্ণ বিনামূল্যে এবং বাংলা ভাষায় শেয়ার করছি | যেটির মধ্যে ২০ টি দেশের স্থানান্তর কৃষি পদ্ধতির নামের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে |
বিভিন্ন চাকরির পরীক্ষায় স্থানান্তর কৃষি পদ্ধতি সমূহ তালিকা থেকে প্রশ্ন এসে থাকে | তাই একটিও নাম্বার হাতছাড়া না করতে তালিকাটি সংগ্রহ করে মুখস্থ করে রাখুন | সুতরাং আর দেরী না করে নমুনা গুলো দেখে নিন এবং নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে PDF টি ডাউনলোড করে নিন |
কিছু নমুনা::
দেশের নাম
|
স্থানান্তর কৃষি পদ্ধতির নাম
|
---|---|
ভারত
|
ঝুম (উত্তর পূর্ব পাহাড়ি অঞ্চল)
|
থাইল্যান্ড
|
তামরাই
|
ভিয়েতনাম
|
রে
|
মায়ানমার
|
তোন্যক, টাঙ্গিয়া
|
শ্রীলঙ্কা
|
চেনা
|
মাদাগাস্কার
|
তাবী
|
মেক্সিকো
|
কোমিল, মিলপা
|
বাংলাদেশ
|
ঝুম
|
ফিলিপাইন
|
কেইঞ্জিন
|
লাওস
|
হে
|
সম্পূর্ণ পিডিএফ টির ডাউনলোড লিংক নিচে রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিন
File Details::
File Name: Name of agricultural system of migration to different countries
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 226 KB
Click Here to Download
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box