ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ তালিকা PDF - List of Hydropower plants in India PDF in Bengali
![]() |
| ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ তালিকা |
Hi Aspirants,
বাংলা জিকের অংশ হিসাবে ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র সমূহ তালিকা PDF - List of Hydropower plants in India PDF টি আপনাদের সাথে সম্পূর্ণ বিনামূল্যে এবং বাংলা ভাষায় শেয়ার করছি | যেটির মধ্যে ভারতের ৩৯টি জলবিদ্যুৎ কেন্দ্রের নাম এবং তাদের রাজ্যের নামের সুন্দর একটি তালিকা উপস্থাপন করা আছে |
বিভিন্ন চাকরির পরীক্ষাতে ভারতের জলবিদ্যুৎ কেন্দ্র তালিকা থেকে প্রশ্ন আসতে দেখা যায় | সেই সমস্ত প্রশ্ন গুলির সাথে মোকাবিলা করার জন্য তালিকাটি মুখস্থ করে রাখুন | সুতরাং আর দেরী না করে নমুনা গুলো দেখে নিন এবং নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে List of Hydropower plants in India PDF টি ডাউনলোড করে নিন |
কিছু নমুনা::
জলবিদ্যুৎ কেন্দ্রের নাম
|
রাজ্যের নাম
|
|---|---|
| তেহরী জলবিদ্যুৎ কেন্দ্র | উত্তরাখণ্ড |
| নাপথা ঝাকড়ি জলবিদ্যুৎ কেন্দ্র | হিমাচল প্রদেশ |
| ভাকরা নাঙ্গাল জলবিদ্যুৎ কেন্দ্র | পাঞ্জাব |
| সালাল জলবিদ্যুৎ কেন্দ্র | জম্মু ও কাশ্মীর |
| জওহর সহর জলবিদ্যুৎ কেন্দ্র | রাজস্থান |
| রিহান্দ জলবিদ্যুৎ কেন্দ্র | উত্তরপ্রদেশ |
| কয়না জলবিদ্যুৎ কেন্দ্র | মহারাষ্ট্র |
| সর্দার সরোবর জলবিদ্যুৎ কেন্দ্র | গুজরাট |
| ইন্দিরা সাগর জলবিদ্যুৎ কেন্দ্র | মধ্যপ্রদেশ |
| হীরাকুঁদ জলবিদ্যুৎ কেন্দ্র | ওড়িশা |
| রঙ্গিত জলবিদ্যুৎ কেন্দ্র | সিকিম |
| জলঢাকা জলবিদ্যুৎ কেন্দ্র | পশ্চিমবঙ্গ |
| লোকটাক জলবিদ্যুৎ কেন্দ্র | মণিপুর |
| পাঞ্চেৎ জলবিদ্যুৎ কেন্দ্র | ঝারখণ্ড |
| নাগার্জুন সাগর জলবিদ্যুৎ কেন্দ্র | অন্ধ্রপ্রদেশ |
সম্পূর্ণ তালিকাটির ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিন
File Details::
File Name: List of Hydropower plants in India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 3
File size: 713 KB
Click Here to Download

No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box