প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ তালিকা PDF - List of Notable Texts of Ancient India in Bengali PDF
![]() |
| প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ |
Hi Aspirants,
ইতিহাসের অংশ হিসাবে প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ তালিকা PDF টি আপনাদের মাঝে বিনামূল্যে সরবরাহ করছি| যেটিতে উল্লেখযোগ্য ৩৫টি প্রাচীন গ্রন্থ ও তাদের রচয়িতা সম্পর্কে আলোচনা করা হয়েছে| বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই অংশ থেকে প্রশ্ন আসেই আসে| তাই আপনারা যদি এই তালিকাটি ভালোভাবে মুখস্থ রাখেন তাহলে অতি সহজেই পরীক্ষায় আসা প্রশ্নের সঠিক দিতে পারবেন এবং সাফল্য লাভ করতে পারবেন |
সুতরাং সময় নষ্ট না করে তালিকাটি পড়ে নিন এবং প্রয়োজন বোধে নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে পিডিএফটি ডাউনলোড করে নিতে পারেন |
প্রাচীন ভারতের উল্লেখযোগ্য গ্রন্থ সমূহ
গ্রন্থের নাম
|
রচয়িতার নাম
|
|---|---|
| রামচরিত | সন্ধ্যাকর নন্দী |
| অভিজ্ঞানশকুন্তলম | কালিদাস |
| নাট্যশাস্ত্র | ভরতমুনি |
| মত্তবিলাস প্রহসন | মহেন্দ্র বর্মন |
| বৃহৎকথামঞ্জরী | ক্ষেমেন্দ্র |
| কিরাতার্জুনীয়ম | ভারবি |
| যুক্তিকল্পতরু | ভোজ |
| ললিত বিস্তার | অশ্বঘোষ |
| কামসূত্র | বাৎসায়ন |
| মহাভাষ্য | পতঞ্জলি |
| কথাসরিৎসাগর | সোমদেব |
| স্বপ্নবাসবদত্তা | ভাস |
| শব্দকোষ | অমর সিংহ |
| বৃহৎসংহিতা | বরাহমিহির |
| সপ্তসতী | গোবর্ধন |
সম্পূর্ণ তালিকাটির ডাউনলোড লিক নচে দেওয়া আছে সেখান থেকে ডাউনলোড করে নিন
File Details::
File Name: List of Notable Texts of Ancient India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 3
File size: 210 KB
Click Here to Download

No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box