100 General Knowledge Questions & Answer in Bengali PDF for Competitive Exam
![]() |
100 General Knowledge Questions & Answer |
আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো, 100 General Knowledge Questions & Answer in Bengali PDF; যেটির মধ্যে সাধারণ জ্ঞান থেকে বাছাই করা একশো পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেওয়া আছে | এই পিডিএফটি WBCS, RRB Group D, NTPC সহ বিভিন্ন পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ |
সুতরাং সময় অপচয় না করে নমুনা প্রশ্নোত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন একদম বিনামূল্যে |
কিছু নমুনা::
❏ পর্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন ?
উ: আত্মারাম পাণ্ডুরঙ্গ ।
❏ গান্ধিজী ডান্ডি অভিযান কোথা থেকে শুরু করেন ?
উ: সবরমতী আশ্রম ।
❏ কোশ বাদের প্রবর্তক কে ?
উ: স্লেইডেন ও স্বোয়ান ।
❏ ফুসফুস কোন পর্দা দ্বারা আবৃত ?
উ: প্লুরা ।
❏ ঘনাদা চরিত্রের স্রষ্টা কে ?
উ: প্রেমেন্দ্র মিত্র ।
❏ কলকাতা স্কুল বুক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ?
উ: ডেভিড হেয়ার ।
❏ আর্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় ?
উ: ১০ এপ্রিল ১৮৭৫ ।
❏ কাবুই কোন রাজ্যের প্রচলিত নিত্য ?
উ: মণিপুর ।
❏ ভারতে কারেন্সি নোট ছাপানো ও সরবরাহ করা হয় কোথা থেকে ?
উ: সিকিউরিটি প্রেস নাসিক ।
❏ পথের দাবী এর রচয়িতা কে ?
উ: শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ।
❏ “বেলা শেষের গান” কার লেখা ?
উ: সত্যেন্দ্রনাথ দত্ত ।
❏ টিউবফিট কোন প্রাণীর গমনাঙ্গ ?
উ: তারামাছ ।
❏ ‘বাঘা যতীন’ নামে কে পরিচিত ছিলেন ?
উ: যতীন্দ্রনাথ মুখার্জী ।
❏ ভারতীয় চলচ্চিত্র জগতে কে ট্র্যাজিক রাজা নামে পরিচিত ?
উ: দিলীপ কুমার ।
❏ আধুনিক শিল্পদানব বলা হয় কোন শিল্পকে ?
উ: লৌহ ইস্পাত ।
❏ শিখ ধর্মের প্রতিষ্ঠাতা কে ?
উ: গুরু নানক ।
❏ গ্রিন পার্ক স্টেডিয়াম কোথায় অবস্থিত ?
উ: কানপুর ।
❏ শিবাজির গুরু কে ছিলেন ?
উ: রামদাস ।
❏ ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটি ?
উ: ভারতরত্ন ।
❏ বিজয়ঘাট কার সমাধিস্থল ?
উ: লাল বাহাদুর শাস্ত্রী ।
❏ কবুলিয়াত ও পাট্টা কে প্রবর্তন করেন ?
উ: শেরশাহ ।
❏ হুমায়ুননামা কে রচনা করেছিলেন ?
উ: গুলবেদন বেগম ।
❏ হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ?
উ: নবগোপাল মিত্র ।
❏ ভারতের কোন রাজ্যকে দুধের বালতি বলা হয় ?
উ: হরিয়ানা ।
❏ কাদম্বরী গ্রন্থটি কার লেখা ?
উ: বাণভট্ট ।
❏ এলাহাবাদ প্রশস্তি তে কোন কোন রাজার কীর্তি বর্ণনা আছে ?
উ: সমুদ্রগুপ্ত ।
❏ হাঁদা ভোঁদা কার্টুন চরিত্রের সৃষ্টিকর্তা কে ?
উ: নারায়ণ দেবনাথ ।
❏ কার জন্মদিনটি ভারতে শিশু দিবস হিসেবে পালিত হয় ?
উ: পন্ডিত জওহরলাল নেহরু ।
❏ ভারতের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন ?
উ: ভি ভি গিরি ।
❏ জাপানের সংসদ কি নামে পরিচিত ?
উ: ডায়েট ।
সম্পূর্ণ PDF এর লিংক নিচে দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিন
File Details::
File Name: 100 General Knowledge Questions & Answer
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 6
File size: 831 KB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box