Bengali General Knowledge MCQ Practice Set Part - 4 PDF;
![]() |
General Knowledge MCQ |
সাফল্য:
নমস্কার বন্ধুরা,
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য Bengali General Knowledge MCQ Practice Set Part - 4 PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটির মধ্যে Railway Group D, NTPC, PSC Clerkship, WBP Police পরীক্ষায় আসার মতো বাছাই করা ৫৫ টি মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তর পত্র দেওয়া হয়েছে|
সুতরাং আর দেরি না করে নমুনা গুলো দেখে নিন এবং নিচের দেওয়া লিংক থেকে General Knowledge MCQ Practice Set Part - 4 সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ টি ডাউনলোড করে নিন অর বাড়িতে Practice করতে থাকুন|
প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য Bengali General Knowledge MCQ Practice Set Part - 4 PDF টি আপনাদের সঙ্গে শেয়ার করছি, যেটির মধ্যে Railway Group D, NTPC, PSC Clerkship, WBP Police পরীক্ষায় আসার মতো বাছাই করা ৫৫ টি মাল্টিপল চয়েস প্রশ্ন ও উত্তর পত্র দেওয়া হয়েছে|
সুতরাং আর দেরি না করে নমুনা গুলো দেখে নিন এবং নিচের দেওয়া লিংক থেকে General Knowledge MCQ Practice Set Part - 4 সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ টি ডাউনলোড করে নিন অর বাড়িতে Practice করতে থাকুন|
পিডিএফ টির কিছু নমুনা:
১. বহুচর্চিত ‘বায়ো ডিজেল’ কী থেকে পাওয়া যায় ?
[A] সি এন জি তরলীকরণ
[B] জ্যাট্রোফা কারক্যাস বীজ ✔
[C] ন্যাপথা
[D] গোবর গ্যাসের তরলীকরণ
২. পৃথিবীর প্রথম টেস্টটিউব বেবি কোথায় জন্মগ্রহণ করেছিল ?
[A] আমেরিকা
[B] ফ্রান্স
[C] জার্মানি
[D] ইংল্যান্ড ✔
৩. ভারতের প্রথম উপগ্রহ কোনটি ?
[A] অ্যাপোলো
[B] রোহিনি – ১
[C] আর্যভট্ট ✔
[D] ভাস্কর
৪. কোন নদীটি স্বর্ণপুরের নদী নাম পরিচিত ?
[A] ইয়াংসি কিয়াং ✔
[B] গঙ্গা
[C] নীল
[D] দামোদর
৫. ‘হোয়াইট হল’ কোথায় অবস্থিত ?
[A] মস্কো
[B] লন্ডন ✔
[C] মিশর
[D] ওয়াশিংটন
৬. তুতিকোরিন বন্দরটি কোন রাজ্যে অবস্থিত ?
[A] পশ্চিমবঙ্গ
[B] ওড়িশা
[C] তামিলনাড়ু ✔
[D] মধ্যপ্রদেশ
৭. মোসাদ কোন দেশের গুপ্তচর সংস্থা ?
[A] ইজরায়েল ✔
[B] ইরান
[C] ফ্রান্স
[D] জাপান
৮. ভারতের প্রথম পারমাণবিক বিস্ফোরণ ঘটানো হয় ?
[A] ১৯৬৯
[B] ১৯৭১
[C] ১৯৭৯
[D] ১৯৭৪ সালে ✔
৯. হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় ?
[A] ১৮১৭ ✔
[B] ১৮১৪
[C] ১৮১৯
[D] ১৮৭১
১০. মায়ানমারের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কোনটি ?
[A] ইয়ানম
[B] কাকাবোরাজি ✔
[C] থাংগু
[D] থিম্পু
১১. ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে কোন প্রণালী অবস্থিত ?
[A] সুয়েজ
[B] বারবোদাস
[C] পক প্রণালী ✔
[D] জিব্রাল্টার
১২. কার সমাধিস্থল ‘সক্তিস্থল’ নামে পরিচিত ?
[A] রাজীব গান্ধী
[B] লাল বাহাদুর শাস্ত্রী
[C] সর্দার বল্লভভাই প্যাটেল
[D] ইন্দিরা গান্ধী ✔
১৩. ‘বড় ইমামবাড়া’ কোথায় অবস্থিত ?
[A] লখনউ ✔
[B] দিল্লি
[C] এলাহাবাদ
[D] আগ্রা
১৪. কলকাতার ‘ন্যাশনাল লাইব্রেরী’ পূর্বে কি নামে পরিচিত ছিল ?
[A] রয়্যাল লাইব্রেরী
[B] ইম্পিরিয়াল লাইব্রেরী ✔
[C] অ্যালবার্ট লাইব্রেরী
[D] উপরের কোনটিই নয়
১৫. নাইরোবি কোন রাষ্ট্রের রাজধানী ?
[A] ব্রাজিল
[B] আফ্রিকা
[C] কেনিয়া ✔
[D] গামবিয়া
File Name: General Knowledge MCQ Practice Set Part - 4
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 6
File size: 3.3 MB
Click Here to Download
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box