শক্তির রূপান্তর সমূহ তালিকা PDF - List of Energy Conversions in Bengali PDF
![]() |
শক্তির রূপান্তর সমূহ তালিকা |
সাফল্য:
নমস্কার বন্ধুরা,
পদার্থ বিদ্যার অংশ হিসাবে শক্তির রূপান্তর সমূহ তালিকা PDF - List of Energy Conversions in Bengali PDF টি আপনাদের সাথে সম্পূর্ণ বিনামূল্যে এবং বাংলা ভাষায় শেয়ার করছি| যেটির মধ্যে বিভিন্ন শক্তির রূপান্তর উদাহরণ স্বরূপ দেওয়া হয়েছে| তাই আমরা আশা করছি এই PDF টি আপনাদ্দের বিভিন্ন চাকরির পরীক্ষায় সাহায্য করবে|
তাই আর দেরি না করে নমুনা গুলো দেখে নিন এবং নিচের দেওয়া লিংক থেকে List of Energy Conversions বিনামূল্যে পিডিএফ টি ডাউনলোড করে নিন|
পিডিএফ টির কিছু নমুনা:
শক্তির রূপান্তর উদাহরণ
❖ যান্ত্রিক শক্তি থেকে ❖
❏ তাপ শক্তি ➤ হাতে হাত ঘষলে উভয়ই গরম হয়, এখানে যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়
❏ তড়িৎ শক্তি ➤ ডায়নামোতে পরিবাহী কুণ্ডলীকে চৌম্বকক্ষেত্রে ঘুরিয়ে তড়িৎ শক্তি উৎপন্ন হয়
❏ শব্দ শক্তি ➤ স্টিলের পাত্র হাত থেকে মেঝেতে পড়লে ঝনঝন শব্দ হয়
❏ আলোক শক্তি ও তাপ শক্তি ➤ ছুঁরি - কাঁচিতে শান দেওয়ার সময় আগুনের ফুলকি বের হয় এবং ছুঁরি – কাঁচি গরম হয়ে যায়
❏ রাসায়নিক শক্তি ও তাপ শক্তি ➤ দেশলাই বাক্সের গায়ে দেশলাই কাঠির মাথা ঘষলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং আগুণ জলে ওঠে
❖ তড়িৎশক্তি থেকে ❖
❏ আলোক শক্তি ➤ বৈদুতিক বাতিতে তড়িৎ প্রবাহিত হলে তা থেকে আলোক শক্তি পাওয়া যায়
❏ রাসায়নিক শক্তি ➤ তড়িদবিশ্লেষ্য পদার্থের তড়িদবিশ্লেষণের সময় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়
❏ যান্ত্রিক শক্তি ➤ ঘূর্ণায়মান বৈদুতিক পাখায় তড়িৎ শক্তির মাধ্যমে যান্ত্রিক শক্তি পাওয়া যায়
❏ শব্দ শক্তি ➤ বৈদুতিক ঘন্টা, রেডিয়ো ইত্যাদিতে তড়িৎ শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয়
❏ তাপ শক্তি ➤ বৈদুতিক ইস্ত্রি বা বৈদুতিক হিটারে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়
❏ চৌম্বক শক্তি ➤ তড়িৎ চৌম্বক উৎপাদনের সময় তড়িৎ শক্তি চৌম্বক শক্তিতে রূপান্তরিত হয়
File Details:
File Name: List of Energy Conversions
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 3
File size: 2.5 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box