ভারতের উল্লেখযোগ্য নদীর উৎস ও পতনস্থল তালিকা PDF - List of Notable River Sources and Tributaries in India PDF
![]() |
| ভারতের উল্লেখযোগ্য নদীর উৎস ও পতনস্থল তালিকা |
আজ আপনাদের সঙ্গে শেয়ার করবো, List of notable river sources and tributaries in India PDF; যেটির মধ্যে ভারতের উল্লেখযোগ্য ২৭টি নদীর উৎস ও তাদের পতন স্থলের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে |
বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় নদীর উৎস ও পতনস্থল সম্পর্কিত প্রশ্নোত্তর প্রায়শই এসে থাকে | তাই আপনারা যদি তালিকাটি ভালোভাবে মুখস্থ করে রাখেন, তাহলে অতি সহজেই ওই সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবেন |
| নদীর নাম | উৎস স্থল | পতন স্থল |
|---|---|---|
| নর্মদা | অমরকন্টক শৃঙ্গ | কাম্বে উপসাগর |
| সবরমতী | আরাবল্লী পর্বত | খাম্বাত উপসাগর |
| তিস্তা | পয়োহুনারি হিমবাহ | ব্রহ্মপুত্র |
| গঙ্গা | গাঙ্গেত্রী হিমবাহ | বঙ্গোপসাগর |
| বিপাশা | রোটাং গিরিপথ | শতদ্রু নদী |
| কাবেরী | ব্রহ্মগিরি শৃঙ্গ | বঙ্গোপসাগর |
| গোদাবরী | ত্রিম্বক পর্বত | বঙ্গোপসাগর |
| ভীমা | পশ্চিমঘাট পর্বত | কৃষ্ণা নদী |
| তুঙ্গভদ্রা | পশ্চিমঘাট পর্বত | কৃষ্ণা নদী |
| ঝিলাম | ভেরিনাগ পাহাড় | চেনাব |
সম্পূর্ণ তালিকাটির ডাউনলোড লিংক নিচে দেওয়া রয়েছে সেখান থেকে ডাউনলোড করে নিন
File Details::
File Name: notable river sources and tributaries in India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 248 KB

No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box