ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা সমূহের তালিকা PDF
![]() |
ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা সমূহের তালিকা |
আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা সমূহের তালিকা PDF; যেটির মধ্যে ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা সমূহের সুন্দর একটি তালিকা আপনারা পাবেন | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে | তাই আপনারা তালিকাটি মুখস্থ করে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে রাখুন |
রাজ্য
রাজ্যের নাম | সরকারি ভাষা |
---|---|
পশ্চিমবঙ্গ | বাংলা এবং ইংরেজী |
অন্ধ্রপ্রদেশ | তেলেগু |
অরুণাচল প্রদেশ | ইংরেজি |
অসম | অসমীয়া |
বিহার | হিন্দি |
ছত্রিশগড় | হিন্দি |
গোয়া | কোঙ্কণী |
গুজরাট | গুজরাটি |
হরিয়াণা | হিন্দি |
হিমাচল প্রদেশ | হিন্দি |
ঝারখণ্ড | হিন্দি |
কর্ণাটক | কন্নড় |
কেরালা | মালয়লম |
মধ্যপ্রদেশ | হিন্দি |
মহারাষ্ট্র | মারাঠি |
মণিপুর | মৈতৈ (মণিপুরি) |
মেঘালয় | ইংরেজি |
মিজোরাম | মিজো, ইংরেজি এবং হিন্দি |
নাগাল্যান্ড | ইংরেজি |
ওড়িশা | ওড়িশা |
পাঞ্জাব | পাঞ্জাবি |
রাজস্থান | হিন্দি |
সিকিম | ইংরেজি |
তামিলনাড়ু | তামিল |
তেলেঙ্গানা | তেলেগু এবং উর্দু |
ত্রিপুরা | বাংলা, ইংরেজি এবং ককবরক |
উত্তরপ্রদেশ | হিন্দি |
উত্তরাখণ্ড | হিন্দি |
কেন্দ্রশাসিত অঞ্চল
কেন্দ্রশাসিত অঞ্চলের নাম | সরকারি ভাষা |
---|---|
আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ | হিন্দি, ইংরেজি |
চন্ডীগড় | ইংরেজি |
দাদরা ও নগর হাভেলি | মারাঠি, গুজরাটি এবং হিন্দি |
দমন ও দিউ | কঙ্কাণী এবং গুজরাটি |
দিল্লি | হিন্দি |
লাক্ষাদ্বীপ | মালয়লম এবং ইংরেজি |
পুদুচেরি | তামিল |
জম্মু ও কাশ্মীর | উর্দু |
লাদাখ | উর্দু, ইংরেজি |
File Details::
File Name: Official languages of various States and Union Territories of India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 3
File size: 721 KB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box