Breaking





Thursday, November 12, 2020

ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা সমূহের তালিকা PDF

ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা সমূহের তালিকা PDF 

ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা সমূহের তালিকা PDF
ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা সমূহের তালিকা
Hi Aspirants,
আজকে আপনাদের সঙ্গে শেয়ার করবো ভারতের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা সমূহের তালিকা PDF; যেটির মধ্যে ভারতের সমস্ত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের সরকারি ভাষা সমূহের সুন্দর একটি তালিকা আপনারা পাবেন | বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় এই টপিক থেকে প্রায়শই প্রশ্ন এসে থাকে | তাই আপনারা তালিকাটি মুখস্থ করে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে রাখুন |

রাজ্য

রাজ্যের নামসরকারি ভাষা
পশ্চিমবঙ্গ বাংলা এবং ইংরেজী
অন্ধ্রপ্রদেশ তেলেগু
অরুণাচল প্রদেশ ইংরেজি
অসম অসমীয়া
বিহার হিন্দি
ছত্রিশগড় হিন্দি
গোয়া কোঙ্কণী
গুজরাট গুজরাটি
হরিয়াণা হিন্দি
হিমাচল প্রদেশ হিন্দি
ঝারখণ্ড হিন্দি
কর্ণাটক কন্নড়
কেরালা মালয়লম
মধ্যপ্রদেশ হিন্দি
মহারাষ্ট্র মারাঠি
মণিপুর মৈতৈ (মণিপুরি)
মেঘালয় ইংরেজি
মিজোরাম মিজো, ইংরেজি এবং হিন্দি
নাগাল্যান্ড ইংরেজি
ওড়িশা ওড়িশা
পাঞ্জাব পাঞ্জাবি
রাজস্থান হিন্দি
সিকিম ইংরেজি
তামিলনাড়ু তামিল
তেলেঙ্গানা তেলেগু এবং উর্দু
ত্রিপুরা বাংলা, ইংরেজি এবং ককবরক
উত্তরপ্রদেশ হিন্দি
উত্তরাখণ্ড হিন্দি


কেন্দ্রশাসিত অঞ্চল

কেন্দ্রশাসিত অঞ্চলের নামসরকারি ভাষা
আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জ হিন্দি, ইংরেজি
চন্ডীগড় ইংরেজি
দাদরা ও নগর হাভেলি মারাঠি, গুজরাটি এবং হিন্দি
দমন ও দিউ কঙ্কাণী এবং গুজরাটি
দিল্লি হিন্দি
লাক্ষাদ্বীপ মালয়লম এবং ইংরেজি
পুদুচেরি তামিল
জম্মু ও কাশ্মীর উর্দু
লাদাখ উর্দু, ইংরেজি


File Details::
File Name: Official languages of various States and Union Territories of India
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 3
File size: 721 KB

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box