Breaking





Sunday, October 30, 2022

পরিমিতির সকল সূত্র এবং সমাধান PDF | All Measurement Formula PDF in Bengali

পরিমিতির সকল সূত্র এবং সমাধান PDF | All Measurement Formula in Bengali PDF; 

পরিমিতির সকল সূত্র এবং সমাধান PDF | All Measurement Formula in Bengali PDF;
পরিমিতির সকল সূত্র এবং সমাধান
প্রিয় পাঠকেরা,
আজকের পোস্টে পরিমিতির সকল সূত্র এবং সমাধান PDFটি শেয়ার করলাম। যেটিতে পরিমিতির প্রায় সকল সূত্র এবং সমাধানের পিডিএফের মধ্যে উপস্থাপন করা আছে। WBCS, RRB, UPSC, PSC, SSC, WBP, KP সহ বিভিন্ন পরীক্ষায় পরিমিতি থেকে ক্রমশই অঙ্ক এসে থাকে। তাই পরিমিতির সূত্র গুলি যদি আয়ত্ত করে রাখা যায়, তাহলে অতি সহজেই যে কোন চাকরির পরীক্ষায় পরিমিতির অঙ্ক গুলির সমাধান করা খুব সহজ হয়ে যাবে।

সুতরাং সময় নষ্ট না করে নীচের দেওয়া লিংক থেকে All Measurement Formula PDFটি ডাউনলোড করে নিন এবং সেই সঙ্গে কিছু অঙ্কের সমাধান রয়েছে সেগুলো দেখে নিতে পারেন।

যে সমস্ত বিষয় গুলি থাকছে::
আয়তক্ষেত্র
বর্গক্ষেত্র
সামান্তরিক
ট্রাপিজিয়াম
রম্বস
সমবাহু,বিষম বাহু,সমকোণী ত্রিভুজ
বৃত্ত
আয়তকার ঘনবস্তু
ঘনক
চোং
শঙ্কু
গোলক
বৃত্তচাপের দৈর্ঘ্য

সম্পূর্ণ পিডিএফের ডাউনলোড লিংক নীচে দেওয়া আছে

File Details::
File Name: All Measurement Formula
File Format: PDF
No. of Pages: 10
File size: 0.9 MB

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box