Krishi Prayukti Sahayak Syllabus 2020 PDF - কৃষি প্রযুক্তি সহায়ক সিলেবাস ২০২০ পিডিএফ ডাউনলোড
আজকে আপনাদের সঙ্গে আগত কৃষি প্রযুক্তি সহায়ক পদে নিয়োগের পরীক্ষার প্রস্তুতির জন্য Krishi Prayukti Sahayak Syllabus 2020 PDF টি প্রদান করছি । যেটির মধ্যে কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসবে । কিভাবে পরীক্ষা হবে ? সবকিছুই এই PDF-এর মধ্যে উপস্থাপন করা আছে । সুতরাং সময় অপচয় না করে কৃষি প্রযুক্তি সহায়ক সিলেবাস ২০২০ পিডিএফ ফাইলটি ডাউনলোড করে নিন এবং আজ থেকেই প্রস্তুতি শুরু করে দিন ।
Disclaimer : সম্পূর্ণ সিলেবাস টি ২০১৬ সালের পরীক্ষার সিলেবাস অনুসারে বানানো হয়েছে । যদি নতুন কিছু ভবিষ্যতে আপডেট হয় তাহলে আমরা দিয়ে দেবো ।
কৃষি প্রযুক্তি সহায়ক সিলেবাস ২০২০
❖ কিছু গুরুত্বপূর্ণ বিষয় ::-
⏩ ১৮ থেকে ৪০ বছর বয়সের মধ্যে ছেলে ও মেয়েরা আবেদন করতে পারবেন ।
⏩ যে কোনো শাখায় উচ্চমাধ্যমিক পাশ, গ্র্যাজুয়েট এবং পোস্ট গ্র্যাজুয়েট পাশ করা ছেলে মেয়েরা আবেদন করতে পারবেন ।
⏩ OBC প্রাথীরা ৩ বছর, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ বা দৈহিক প্রতিবন্ধীরা ৮ বছরের ছাড় পাবেন । এছাড়াও প্রাক্তন সমরকর্মীরা বয়সের ক্ষেত্রে ছাড় পাবেন ।
⏩ মূল বেতন ৫,৪০০-২৫,২০০ টাকা ।
⏩ গ্রেড পে ২,৯০০ টাকা ।
⏩ এই পদের পরীক্ষার জন্য দুটি পার্ট থাকবে । প্রথম পার্টে ১২০ নম্বরের অবজেক্টিভ মাল্টিপল চয়েজ প্রশ্ন থাকবে এবং দ্বিতীয় পার্টে ৩০ নম্বরের ইংরেজির ডেস্ক্রিপটিভ প্রশ্ন থাকবে ।
⏩ পরীক্ষার জন্য সময় থাকবে দেড় ঘন্টা ।
পরীক্ষার পদ্ধতি
Part-1 | 120 Marks |
Part-2 | 30 Marks |
Total | 150 Marks |
PART-01
General Knowledge
❏ History
❏ Geography
❏ Biology
❏ Chemistry
❏ Physics
❏ Important National or International events/issues
❏ Know your State
❏ Current Affairs
❏ Sports
❏ Civics
❏ Art & Culture
❏ Abbreviations
❏ Computer
English
◉ Comprehension
◉ Synonyms & Antonyms
◉ Idioms/Phrases
◉ Spelling
◉ Grammar
◉ Sentence Corrections
Math & Reasoning
❖ Average
❖ Ratio & Proportion
❖ Percentage
❖ Simple interest
❖ Profit & Loss
❖ Time & Distance / Time & Work
❖ Algebra
❖ Trigonometry
❖ Geometry
❖ Mensuration
❖ Test of Reasoning
PART-02
➤ English Precis Writing
● NB::- সম্পূর্ণ সিলেবাস টি ২০১৬ সালের সিলেবাসের অনুসারে তৈরি করা হয়েছে ।
File Details::
File Name: Krishi Prayukti Sahayak Syllabus 2020
File Format: PDF
No. of Pages: 2
File size: 905 KB
More PDF | Download Link |
---|---|
KPS 2016 Question Paper | Click Here |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box