Breaking





Wednesday, September 28, 2022

WB Primary TET 2022 Practice Set in Bengali PDF | প্রাইমারি টেট প্র্যাকটিস সেট ২০২২

West Bengal Primary TET 2021 Practice Set in Bengali | Part 01 

West Bengal Primary TET 2021 Practice Set in Bengali | Part 01
Primary TET 2022 Practice Set
প্রিয় পাঠকেরা,
আগত প্রাইমারি টেট পরীক্ষার প্রস্তুতিতে আপনাদের সহযোগিতা করে তুলতে আজ WB Primary TET 2022 Practice Set in Bengali PDFটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যেটিতে সম্পূর্ণ সিলেবাস ভিত্তিক পাঁচটি বিষয় থেকে পাঁচটি করে মোট পঁচিশটি প্রশ্ন লিপিবদ্ধ করা আছে।

সুতরাং আর দেরী না করে নীচ থেকে প্রশ্নোত্তর গুলি দেখে নিন এবং প্রয়োজনে প্র্যাকটিস সেটের পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন একদম ফ্রীতে।

2022 WB Primary TET Practice Set

1. বুনিয়াদী শিক্ষার মূলভিত্তিটি হল ?
Ⓐ হস্তশিল্প
Ⓑ শরীরচর্চা
Ⓒ রাজনীতি
Ⓓ গানবাজনা

2. স্বাধীন ভারতে প্রথম শিক্ষা কমিশন হল ?
Ⓐ কোঠারী কমিশন
Ⓑ রাধাকৃষ্ণ কমিশন
Ⓒ রামমূর্তি কমিশন
Ⓓ কে. সি. পন্থ

3. শিশুর জীবনের বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মধ্য দিয়ে তা হল ?
Ⓐ পরিবার
Ⓑ বন্ধু
Ⓒ পরিবেশ
Ⓓ সমাজ

4. মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রথম শিক্ষাপদ্ধতি গড়ে তোলেন ?
Ⓐ জোয়ান হারবার্ট
Ⓑ হার্বাট স্পেন্সার
Ⓒ রুশো
Ⓓ বিদ্যাসাগর

5. শিখনতত্ত্বে প্রেষণা এবং পুরষ্কার লাভের ওপর বিশেষ গুরুত্ব কে দিয়েছিলেন ?
Ⓐ থর্নডাইক
Ⓑ স্কিনার
Ⓒ স্পিয়ারম্যান
Ⓓ প্যাভলভ

6. ১৯৮৯ সালে কে প্রথম নর্মদা বাঁচাও আন্দোলন শুরু করেন ?
Ⓐ মধু কামেকর
Ⓑ মেধা পাটকার
Ⓒ বাবা আমতে
Ⓓ মধু কোডসে

7. বিশ্ব জল দিবস কখন পালিত হয় ?
Ⓐ ১৮ মার্চ
Ⓑ ২০ মে
Ⓒ ১৯ এপ্রিল
Ⓓ ২২ মার্চ

8. বায়ুমন্ডলের ওজোন স্তর আমাদের কোন ক্ষতিকারক রশ্মি থেকে রক্ষা করে ?
Ⓐ অবলোহিত রশ্মি
Ⓑ সুপারসনিক রশ্মি
Ⓒ অতিবেগুনি রশ্মি
Ⓓ উপরের কোনটিই নয়

9. কোন প্রাণীকে ‘কৃষকের বন্ধু’ বলা হয় ?
Ⓐ প্রজাপতি
Ⓑ মৌমাছি
Ⓒ কেঁচো
Ⓓ উপরের কোনটিই নয়

10. ভারতবর্ষে পরিবেশ সুরক্ষা আন্দোলনে অন্যতম কর্ণধার হলেন ?
Ⓐ সুন্দরলাল বহুগুণা
Ⓑ লাল বাহাদুর শাস্ত্রী
Ⓒ রাজীব গান্ধী
Ⓓ ইন্দিরা গান্ধী

11. সহজপাঠ এর প্রচ্ছদ কে আঁকেন ?
Ⓐ রবীন্দ্রনাথ ঠাকুর
Ⓑ অবনীন্দ্রনাথ ঠাকুর
Ⓒ নন্দলাল বসু
Ⓓ গগনেন্দ্রনাথ ঠাকুর

12. নিম্নলিখিত কোন চরিত্রটির স্রষ্টা নারায়ণ গঙ্গোপাধ্যায় ?
Ⓐ টেনিদা
Ⓑ ফেলুদা
Ⓒ ঘনাদা
Ⓓ রাজাদা

13.বাংলা স্পর্শ ব্যাঞ্জন গুলোতে কয়টি নাসিক্য বর্ণ আছে ?
Ⓐ ৫ টি
Ⓑ ৭ টি
Ⓒ ৪ টি
Ⓓ ৩ টি

14. প্রাথমিক স্তরে শিশুর ‘ভাষা শিক্ষণ’ কোন পদ্ধতিতে ঘটে ?
Ⓐ দক্ষতার মাধ্যমে
Ⓑ ধারণার মাধ্যমে
Ⓒ ব্যাকরণ শিক্ষার মাধ্যমে
Ⓓ অনুকরণ এর মাধ্যমে

15. এবং, অথবা, আর, কিন্তু – এই শব্দগুলি কোন পদ ?
Ⓐ বিশেষণ
Ⓑ অব্যয়
Ⓒ সর্বনাম
Ⓓ ক্রিয়া

16. Hard work is indispensable ........ success.
Ⓐ to
Ⓑ in
Ⓒ for
Ⓓ at

17. The ………. are not always cowards. (Fill in the blanks)
Ⓐ cautious
Ⓑ discreet
Ⓒ righteous
Ⓓ timid

❏Fill in the space with an Infinitive.
18.   ………..   ….......... fault is easy.
Ⓐ To find
Ⓑ To begin
Ⓒ To bury
Ⓓ To red

19.  Choose the word which has been misspelt.
Ⓐ Spokeman
Ⓑ National
Ⓒ Unfortunate
Ⓓ Souvinir

❏ Choose the correct meaning of proverb/idiom.
20. ‘To hit the nail on the head’ means –
Ⓐ To announce one's fixed views
Ⓑ To teach someone a lesson
Ⓒ To do the right thing
Ⓓ To destroy one's reputation

21. দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 315 এবং 7; একটি সংখ্যা 35 হলে অপরটি কত ?
Ⓐ 56
Ⓑ 63
Ⓒ 107
Ⓓ 42

22. চার অঙ্ক বিশিষ্ট কোনো বৃহত্তম সংখ্যাকে 12, 18 ও 27 দ্বারা ভাগ করলে ক্রমান্বয়ে 10, 16 ও 25 ভাগশেষ থাকবে ?
Ⓐ 9927
Ⓑ 9934
Ⓒ 9917
Ⓓ 9947

23. 15 টাকায় 5 টি কলম বিক্রয় করায় 20% লাভ হয় । 18.40 টাকায় 8 টি অনুরূপ কলম বিক্রয় করলে, শতকরা কত লাভ/ক্ষতি হবে ?
Ⓐ 4% ক্ষতি
Ⓑ 8% লাভ
Ⓒ 8% ক্ষতি
Ⓓ 4% লাভ

24. দুটি নল একসঙ্গে একটি চৌবাচ্চাকে 12 মিনিটে পূর্ণ করতে পারে ।   একটি নল অন্যটির তুলনায় 10 মিনিট কম সময়ে চৌবাচ্চাটি পূর্ণ করতে পারে ।   চৌবাচ্চাটি পূর্ণ করতে যে নলটি কম সময় নেয়, সেটির কত সময় লাগবে ?
Ⓐ 20 মিনিট
Ⓑ 25 মিনিট
Ⓒ 30 মিনিট
Ⓓ 23 মিনিট

25. বার্ষিক 4% সুদের হার কোনো টাকার 2 বছরের সরল সুদ 80 টাকা । একই সুদের হারে একই সময়ে ওই একই টাকার চক্রবৃদ্ধি সুদ কত টাকা হবে ?
Ⓐ 77.40
Ⓑ105.20
Ⓒ109.20
Ⓓ 81.60

সম্পূর্ণ প্র্যাকটিস সেটের PDF ডাউনলোড লিংক নীচে আছে

File Details::
File Name: Primary TET 2022 Practice Set
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 03
File size: 2 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box