হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের নামের অর্থের তালিকা PDF ডাউনলোড
![]() |
| হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের নামের অর্থের তালিকা |
ভুগোলের গুরুত্বপূর্ণ একটি অংশ হিসাবে আজকে আপনাদের সাথে হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের নামের অর্থের তালিকা PDFটি শেয়ার করছি । যেটির মধ্যে বিভিন্ন শৃঙ্গের নাম এবং তাদের অর্থের সুন্দর একটি তালিকা আপনারা পেয়ে যাবেন । বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষার ক্ষেত্রে এই টপিকটি ভীষণ গুরুত্বপূর্ণ । সুতরাং সময় অপচয় না করে নীচ থেকে তালিকাটি পড়ে নিন এবং প্রয়োজন বোধে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন একদম বিনামূল্যে ।
হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের নামের অর্থ
| শৃঙ্গের নাম | অর্থ |
|---|---|
| এভারেস্ট | সাগরমাতা–সাগরের মাতা, চোমোলংমা অথবা কোমোলংমা-মহাবিশ্বের মাতা |
| কে-টু (K2) | চোগো গাংড়ি |
| কাঞ্চনজঙ্ঘা | তুষারের পাঁচ রত্ন |
| লোৎসে | দক্ষিণ শৃঙ্গ |
| মাকালু | মহান কাল |
| চো ওইয়ু | বৈদূর্য দেবতা |
| ধবলগিরি | শ্বেত পর্বত |
| মানাসলু | কুতাং, আত্মার পর্বত |
| নাংগা পর্বত | নাংগাপর্বত শৃঙ্গ অথবা দিয়ামির, নগ্ন পর্বত |
| অন্নপূর্ণা | শস্য দেবী |
| গাশারব্রুম ১ | সুন্দর পর্বত |
| ব্রড পিক | ফাইচান কাংরি |
| শিশাপাংমা | গ্রাসসি প্লাইন্সের ওপর শিখর |
| নন্দা দেবী | আশীর্বাদ-দাত্রী দেবী |
সম্পূর্ণ PDF-এর লিংক নীচে রয়েছে
File Details::
File Name: হিমালয় পর্বতমালার বিভিন্ন শৃঙ্গের নামের অর্থ
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 2
File size: 791 KB
| More PDF | Download Link |
|---|---|
| ভারতের পর্বত এবং পর্বত শ্রেণীর তালিকা | Click Here |
| বিভিন্ন ভৌগলিক শব্দের অর্থের তালিকা | Click Here |

No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box