Breaking





Thursday, March 25, 2021

GK Notes Part-01 in Bengali

GK Notes Part-01 || জিকে নোটস 

GK Notes Part-01 || জিকে নোটস
GK Notes Part-01
নমস্কার বন্ধুরা,
আজকে আপনামাদের সঙ্গে GK Notes Part-01 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-01

❏ প্রথম কোন মহিলা জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছিলেন - আশাপূর্ণা দেবী

❏ বসুন্ধরা বৈঠক কিসের জন্য হয়েছিল - পরিবেশের জন্য

❏ ভারতের বিসমার্ক নামে কে পরিচিত ছিলেন – বল্লভভাই প্যাটেল

❏ শ্বেত অভ্রকে কি বলে – মাসকোভাইট

❏ ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি – খাদি

❏ কে ‘লেডি উইথ দ্য ল্যাম্প’ নামে পরিচিত - ফ্রোরেন্স নাইটিঙ্গেল

❏ মাতৃদুগ্ধে অবস্থিত শর্করার নাম হল – ল্যাকটোজ

❏ পন্ডিত রবিশঙ্কর কিসের জন্য বিখ্যাত – সেতার

❏ কোন সেলকে ‘সুইসাইড ব্যাগ’ বলা হয় – লাইসোজোম

❏ ইলেকট্রিক বাল্ব কোন গ্যাসে পূর্ণ থাকে – আর্গন

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box