বিভিন্ন দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF - International Boundaries PDF in Bengali
![]() |
বিভিন্ন দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা তালিকা |
আজ আপনাদের সঙ্গে বিভিন্ন দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা তালিকা PDF টি শেয়ার করছি । যেটির মধ্যে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখার নাম ও সেগুলি কোন কোন দেশের মধ্যে অবস্থিত সেই সম্পর্কিত সুন্দর একটি তালিকা পিডিএফ আকারে আপনারা পেয়ে যাবেন । তাই আর দেরী না করে তালিকাটি ভালো ভাবে দেখে নিন এবং প্রয়োজনে পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিতে পারেন পিডিএফ এর লিংক নীচে রয়েছে ।
গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সীমারেখা
সীমারেখার নাম | অবস্থান |
---|---|
ম্যাকমেহন লাইন | ভারত ও চিন |
ডুরান্ড লাইন | আফগানিস্তান ও পাকিস্থান |
র্যাডক্লিফ লাইন | ভারত ও পাকিস্তান |
মালাক্কা প্রণালী | মালয়েশিয়া ও সুমাত্রা |
ম্যানারহাইন লাইন | ফিনল্যান্ড ও রাশিয়া |
সিগফ্রেড লাইন | ফ্রান্স ও জার্মানি |
গ্রেট চ্যানেল | ভারত (আন্দামান, নিকোবার) ও সুমাত্রা |
পক প্রণালী | শ্রীলঙ্কা ও ভারত |
ম্যাগিনট লাইন | ইটালি, ফ্রান্স ও জার্মানি |
হিন্ডনবার্গ লাইন | জার্মানি ও পোল্যান্ড |
জিব্রাল্টার প্রণালী | আফ্রিকা ও ইউরোপ |
লাইন অব অ্যাকচুয়াল কন্ট্রোল (LAC) | ভারত ও চিন |
ওডার নিস লাইন | পোল্যান্ড ও জার্মানি |
ইংলিশ চ্যানেল | ইংল্যান্ড ও ফ্রান্স |
আলপাইন লাইন | ইতালি ও ফ্রান্স |
সনোরা লাইন | মেক্সিকো ও মার্কিন যুক্তরাষ্ট্র |
সমব্রেরো চ্যানেল | আন্দামান ও নিকবোর দ্বীপপুঞ্জ |
সাত এল আরব | ইরান ও ইরাক |
লোহিত সাগর | আফ্রিকা ও এশিয়া |
লাইন অফ কন্ট্রোল(LOC) | ভারত ও পাকিস্তান |
কার্জন লাইন | পোল্যান্ড ও রাশিয়া |
তিন বিঘা করিডোর | ভারত ও বাংলাদেশ |
ডানকান প্যাসেজ | গ্রেট আন্দামান ও লিটন আন্দামান |
রডোলিফ লাইন | ভারত ও নেপাল |
পূর্বাচল | ভারত ও বাংলাদেশ |
স্যার ক্রিক লাইন | ভারত (গুজরাট) ও পাকিস্তান (সিন্ধ প্রদেশ) |
ব্লু লাইন | লেবানন ও রাশিয়া |
গ্রিন লাইন | ইজরাইল ও তার পার্শ্ববর্তী দেশ |
পার্পল লাইন | ইজরাইল ও সিরিয়া |
সম্পূর্ণ PDF-এর লিংক নীচে রয়েছে
File Details::
File Name: International Boundaries
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 3
File size: 360 KB
More PDF | Download Link |
---|---|
বিভিন্ন দেশের সর্বোচ্চ সম্মান | Click Here |
বিভিন্ন দেশের রাজধানী | Click Here |
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box