Breaking





Wednesday, April 21, 2021

Bengali GK Notes Part-27

Bengali GK Notes Part-27 || জিকে নোটস 

Bengali GK Notes Part-27 || জিকে নোটস
GK Notes Part-27
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-27 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-27

ভারতের দীর্ঘতম হিমবাহ কোনটি - সিয়াচেন

কোন সুলতান রেশনিং ব্যবস্থা প্রচলন করেন - আলাউদ্দিন খিলজি

ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কিত করেন - ডি উদয়কুমার

“সারদা আইন” কোন বিষয়ের সঙ্গে যুক্ত - বাল্য বিবাহ আইন

ইম্পিরিয়াল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্তমানে কি নামে পরিচিত - স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া

কে প্রথম পরমবীর চক্র পান - মেজর সোমনাথ শর্মা

মুসাম্মান বুর্জ সৌধ কে তৈরি করিয়েছিলেন - শাহজাহান

দাক্ষিণাত্য মালভূমি কোন শিলায় গঠিত - ব্যাসল্ট

কোন ধাতুর প্রভাবে মিনামাটা রোগ হয় - পারদ

“সব লাল হো জায়েগা” উক্তিটি কার - রঞ্জিত সিং

আরো পড়ুন::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box