Breaking





Saturday, April 24, 2021

Bengali GK Notes Part-30

Bengali GK Notes Part-30 || জিকে নোটস 

Bengali GK Notes Part-30 || জিকে নোটস
GK Notes Part-30
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-30 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-30

দক্ষিন ভারতের কালো মাটির অপর নাম কী - রেগুর

পৃথিবীর দীর্ঘতম প্রবাল প্রাচীর কোনটি - গ্রেট ব্যারিয়ার রিফ

ভারতের প্রতিবেশী রাষ্ট্রের সংখ্যা কয়টি - ৯টি

নদীর জলপ্রবাহ মাপার এককের নাম কী - কিউসেক

গঙ্গোইকোন্ড উপাধী নেন কে - প্রথম রাজেন্দ্র চোল

পৃথিবীর উচ্চতম মালভূমির নাম কী - পামীর মালভূমি

সৌরজগতে লাল গ্রহ হিসাবে পরিচিত কোনটি - মঙ্গল গ্রহ

মহামল্ল উপাধী নেন কে - প্রথম নরসিংহবর্মন

ইউগ্লিনার গমন অঙ্গের নাম কী - ফ্ল্যাজেলা

কোন ফসলকে তৃষ্ণার্ত ফসল বলা হয় - ধান

আরো পড়ুন::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box