Breaking





Wednesday, April 28, 2021

Bengali GK Notes Part-34

Bengali GK Notes Part-34 || জিকে নোটস 

Bengali GK Notes Part-34 || জিকে নোটস
GK Notes Part-34
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-34 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-34

PDF সম্পূর্ণ নাম কি - পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট

কার আমলে মগধের বিক্রমশিলা মহাবীর প্রতিষ্ঠিত হয়েছিল - ধর্মপাল

সকল উৎসেচক কি জাতীয় পদার্থ - প্রোটিন জাতীয় পদার্থ

প্রতীক মুদ্রা কে প্রবর্তন করেন - মুহাম্মদ বিন তুঘলক

Tawang monastery কোন রাজ্যে অবস্থিত - অরুণাচল প্রদেশ

বিশ্বের প্রথম ক্যাশলেস দেশ কোনটি - সুইডেন

সালার জং মিউজিয়াম কোথায় অবস্থিত - হায়দ্রাবাদ

তড়িৎ বিভব কি রাশি - স্কেলার রাশি

সিন্ধু নদীর উৎপত্তিস্থল কোথায় - কৈলাস পর্বত

কোচবিহার কোন নদীর তীরে অবস্থিত - তোর্সা

আরো পড়ুন::

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box