GK Notes Part-09 || জিকে নোটস
![]() |
GK Notes Part-09 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-09 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-09
❖ ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন - রাজিয়া সুলতানা
❖ প্রথম ভারতীয় পতাকা কবে বঙ্গদেশে উত্তোলিত হয় - ১৯০৬ সালে ৭ই আগস্ট কলকাতার পার্শিবাগানে
❖ শব্দের তীব্রতা কত ডেসিবেলের বেশি হলে তা দূষণ ছড়ায় - ৬৫ ডেসিবেল
❖ পর্যায় সূত্রের জনক নামে খ্যাত কোন বিজ্ঞানী - মেন্ডেলিফ
❖ সুলতানি আমলে কাদের ‘বারিদ’ বলা হত - গুপ্তচর
❖ বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় – হাইগ্রোমিটার
❖ উটের পাকস্থলীতে অবস্থিত জল সরবরাহকারী অঙ্গটির নাম কী - ওয়াটার স্যাক
❖ বিমানবাহিনীর প্রথম ভারতীয় প্রধান এয়ার মার্শালের নাম কি - সুব্রত মুখার্জি
❖ আলেকজান্ডারের গৃহ শিক্ষক কে ছিলেন - অ্যারিস্টটল
❖ শকাব্দের ভিত্তিতে ভারতের জাতীয় ক্যালেন্ডার গৃহীত হয় কোন সালে – ১৯৫৭ সালের ২২ মার্চ
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box