Breaking





Tuesday, April 06, 2021

GK Notes Part-12 in Bengali

GK Notes Part-12 || জিকে নোটস 

GK Notes Part-12 || জিকে নোটস
GK Notes Part-12
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-12 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

GK Notes Part-12

🎯 সত্যসুন্দর দাস কার ছদ্মনাম - মোহিতলাল মজুমদার

🎯 মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা ‘পদ্মা নদীর মাঝি’ কত সালে প্রকাশিত হয়েছে – ২৮শে মে ১৯৩৬ সালে

🎯 প্রথম বিশ্বকাপ ক্রিকেট কত সালে অনুষ্ঠিত হয় - ১৯৭৫ সালে

🎯 জালিয়ান ওয়ালাবাগের হত্যাকান্ড কোথায় অনুষ্ঠিত হয়েছিল - অমৃতসরে

🎯 মানুষের বৈজ্ঞানিক নাম কী - হোমো স্যাপিয়েন্স

🎯 ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় - ব্রাসেলস

🎯 আরাবল্লী পর্বত কোন শ্রেণীর পর্বত - ক্ষয়িষ্ণু পর্বত

🎯 আকাশ কি ধরনের ক্ষেপণাস্ত্র - ভূমি থেকে আকাশে

🎯 সংবিধানের কত নং ধারায় ‘ক্যাবিনেট’ কথাটির উল্লেখ আছে - ৩৫২ নং ধারায়

🎯 ভারতের প্রথম আই সি এস উত্তীর্ণ হয় কে - সত্যেন্দ্রনাথ ঠাকুর

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box