GK Notes Part-19 || জিকে নোটস
![]() |
GK Notes Part-19 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-19 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-19
☑ ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাঙ্ক কোনটি - স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া
☑ ‘চোখের বদলে চোখ নিলে গোটা পৃথিবী অন্ধ হয়ে যাবে’ -কার উক্তি - মহাত্মা গান্ধী
☑ কোন কোষ অঙ্গানুকে ক্লডের ডানা বলা হয় – রাইবোজোমকে
☑ রজত বিপ্লবের সাথে যুক্ত উৎপাদিত খাদ্যটি হল - ডিম
☑ ভারতের সবথেকে উঁচু যুদ্ধক্ষেত্র কোনটি - সিয়াচেন
☑ চানক্য সেন কার ছদ্মনাম - ভবানী সেনগুপ্ত
☑ মৃত্যুর পর পেশি কঠিন হয়ে যাওয়ার কারন কি - এটিপি কমে যাওয়া
☑ নিকোসিয়া কোন রাষ্ট্রের রাজধানী - সাইপ্রাস
☑ কর্নেল ক্লাইভের শেয়াল বলে কাকে অভিহিত করা হয় - মীরজাফর
☑ আইফেল টাওয়ার গড়ে তোলার উপলক্ষ্য কি ছিল - ফরাসি বিপ্লবের শতবর্ষ পূর্তি
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box