GK Notes Part-23 || জিকে নোটস
![]() |
GK Notes Part-23 |
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-23 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-23
❍ কাকে ‘নব্য বাংলা চিত্রকলা রীতির অগ্রদূত’ বলা হয় - অবনীন্দ্রনাথ ঠাকুর
❍ কোন সমাজসংস্কারক ‘পেরিয়ার’ নামে জনপ্রিয় ছিলেন - ই.ভি. রামাস্বামী নাইকার
❍ স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন - ডঃ বি আর আম্বেদকর
❍ চরিত্রহীন উপন্যাসটির রচয়িতা কে - শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
❍ কোন ক্রিকেটারকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলা হয় - শোয়েব আখতার
❍ সমুদ্র গুপ্তকে ‘ভারতের নেপোলিয়ন’ বলেছেন কোন ঐতিহাসিক – ভিনসেন্ট স্মিথ
❍ রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল - তৃতীয় গতিসূত্র
❍ হকির যাদুকর কাকে বলা হয় – ধ্যানচাঁদকে
❍ আধুনিক বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি হিসেবে কে পরিচিত – মাইকেল মধুসূদন দত্ত
❍ তামাক গাছের পাতায় কোন উপক্ষার থাকে - নিকোটিন
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box