Bengali GK Notes Part-46 || জিকে নোটস
![]() |
GK Notes Part-46 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-46 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-46
❍ “অ্যায় মেরে ওয়াতন কে লোগো” গানটি কে লিখেছেন - কবি প্রদীপ
❍ মাতঙ্গিনী হাজরা “ভারত ছাড়ো” আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন কোন স্থানে - তমলুক
❍ কোন চক্র দ্বারা প্রোটিন থেকে ইউরিয়া তৈরী হয় - অরনিথিন চক্র
❍ লক্ষণ সেনের শ্রেষ্ঠ সভাকবি কে ছিলেন - কবি জয়দেব
❍ কোন দার্শনিককে ফরাসি বিপ্লবের “ঝড়ের পাখি” বলা হত - রুশো
❍ টেকচাঁদ ঠাকুর কার ছদ্মনাম - প্যারীচাঁদ মিত্র
❍ দু-আপসা শি-আপসা ব্যবস্থা কে চালু করেছিলেন - জাহাঙ্গীর
❍ “এশিয়ার আলো” বলা হয় কাকে - গৌতম বুদ্ধকে
❍ কেউ ভয় পেলে কোন হরমোন ক্ষরিত হয় - অ্যাড্রিনালিন
❍ ভারতের মিসাইল ওমেন কাকে বলা হয় - টেসি থমাস
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box