Bengali GK Notes Part-51 || জিকে নোটস
![]() |
GK Notes Part-51 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-51 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-51
❍ কোন সম্রাট প্রথম বুদ্ধমূর্তি মুদ্রায় ব্যবহার করে ছিলেন - কণিষ্ক
❍ ১৮৫৭ সালের মহাবিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন - লর্ড ক্যানিং
❍ প্রথম কোন ভারতীয় মহিলার ছবি ডাকটিকিটে প্রকাশ পায় - মীরা বাঈ
❍ ব্যাডমিন্টনের শাটলটি কয়টি ফেদার বা পালক স্তরে সাজানো থাকে - ১৬ টি
❍ কোন ভারতীয় এজেন্সির আদর্শ বাণী হল Industry Impartiality and Integrity - সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন
❍ পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে প্রথম কে শপথ নিয়েছিলেন - চক্রবর্তী রাজাগোপালচারী
❍ রেশম উৎপাদনের জন্য রেশমকীট প্রতিপালনের বিদ্যাকে কি বলে - Sericulture
❍ কালো সিসা কাকে বলা হয় - গ্রাফাইটকে
❍ প্রথম কোন প্রতিবন্ধী মহিলা মাউন্ট এভারেস্ট জয় করেন - অরুনিমা সিনহা
❍ স্ট্যাচু অব লিবার্টি মূর্তিটি আমেরিকাকে উপহার দেয় কোন দেশ - ফ্রান্স
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box