Bengali GK Notes Part-55 || জিকে নোটস
![]() |
GK Notes Part-55 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-55 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-55
❍ আমজাদ আলী খান কোন সংগীত যন্ত্রের সাথে যুক্ত - সরোদ
❍ ভারতের জাতীয় প্রতীকের নিচে কোন নীতি বাক্যটি লেখা আছে - সত্যমেব জয়তে
❍ দুধের বিশুদ্ধতা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে - ল্যাক্টোমিটার
❍ প্রাকৃতিক রাবারকে শক্ত করতে কি মেশানো হয় - সালফার
❍ কোন চলচ্চিত্র ব্যক্তিত্ব অস্কার পুরস্কার পেয়েছিলেন - সত্যজিৎ রায়
❍ জুলে রিমে ট্রফি কোন খেলার সাথে যুক্ত - ফুটবল
❍ মানবদেহের নাইট্রোজেন বিহীন বর্জ্য পদার্থ কোনটি - কিটোনস
❍ বাল্বের ফিলামেন্ট হিসাবে কোনটি ব্যবহৃত হয় - টাংস্টেন
❍ এক টাকার নোটে কার স্বাক্ষর থাকে - ভারতের অর্থ সচিবের
❍ হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কে ছিলেন - নবগোপাল মিত্র
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box