Bengali GK Notes Part-65 || জিকে নোটস
![]() |
GK Notes Part-65 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-65 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-65
❍ “মাদার ইন্ডিয়া” বইটি কে লিখেছেন - ক্যাথরিণ মেয়ো
❍ মহম্মদ কুলি কুতুব শাহ প্রতিষ্ঠিত ভাগ্যনগরের বর্তমান নাম কি - হায়দ্রাবাদ
❍ পশ্চিমবঙ্গের কল্যাণী শহরের আদি নাম কি ছিল - রুজভেল্ট নগর
❍ “ভারতীয় পক্ষিবিজ্ঞানের পোপ” কাকে বলা হয়, যিনি ভারতের এক অন্যতম রাজনৈতিক দলের প্রতিষ্ঠাতা - অ্যালান অক্টাভিয়াম হিউম
❍ ভারতের বৃহত্তম অডিটোরিয়াম কোনটি - সম্মুখনন্দ হল (মুম্বাই)
❍ মনিপুর শব্দের অর্থ কি - রত্নের রাজ্য
❍ ভারতের সর্বচ্চ সাহসী সম্মান কোনটি - পরমবীর চক্র
❍ চালুক্যরাজ দ্বিতীয় পুলকেশী কোন নদীর তীরে হর্ষবর্ধনকে যুদ্ধে হারিয়েছিলেন - নর্মদা নদী
❍ ভারতের প্রথম বিদেশী ব্যাঙ্ক কোনটি - চাটার্ড ব্যাঙ্ক
❍ “The Audacity Of Hope” বইটি কার লেখা - বারাক ওবামা
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box