Bengali GK Notes Class Part-90 || জিকে নোটস
![]() |
GK Notes Class Part-90 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Class Part-90 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Notes Class Part-90
❍ আসাম কেশরী নামে কে পরিচিত ছিলেন - অম্বিকাগিরি রায়চৌধুরী
❍ প্রোল্যাকটিন বা ল্যাকটোজেনিক হরমোন ক্ষরিত হয় কোন গ্রন্থি থেকে – পিটুইটারি গ্রন্থি
❍ ইকনমিক হিস্ট্রি অব ইন্ডিয়া গ্রন্থটির কে রচনা করেন - রমেশচন্দ্র দত্ত
❍ অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ কে প্রতিষ্ঠা করেন - সৈয়দ আহমদ খান
❍ আয়রন লেডি অফ মণিপুর কাকে বলা হয় - ইরম চানু শর্মিলা
❍ ব্রাহ্মসমাজের মূল কথা কি ছিল - একেশ্বরবাদ
❍ বেঙ্গল ভলান্টিয়ার্স এর প্রধান নির্দেশক কে ছিলেন - সুভাষচন্দ্র বসু
❍ কোন রাজ্য বিধানসভার আসন সংখ্যা সর্বাধিক - উত্তরপ্রদেশ
❍ কফি গাছের উৎপত্তি কোন দেশ থেকে - ইয়েমেন
❍ ওজন স্তর বায়ুমন্ডলের কোন স্তরে অবস্তিত - স্ট্র্যাটোস্ফিয়ার
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box