Bengali GK Notes Part-71 || জিকে নোটস
![]() |
GK Notes Part-71 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-71 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-71
❍ ভারতের শ্বেতবিপ্লবের জনক কাকে বলা হয় - ভার্গিস কুরিয়েন
❍ কোন মার্কিন প্রেসিডেন্ট “ওয়াটারগেট” কেলেঙ্কারির সাথে জড়িত - রিচার্ড নিক্সন
❍ শের শাহ সুরির সমাধি কোন রাজ্যে অবস্থিত - বিহারের সাসারামে
❍ তালাচাবির শহর ভারতের কোন শহরকে বলা হয় - আলিগড়
❍ “New Dimensions of India’s Foreign Policy” বইটি কার লেখা - অটল বিহারি বাজপেয়ী
❍ হামপি স্থাপত্য কোন রাজ্যে অবস্থিত - কর্ণাটক
❍ নরেন্দ্রনাথ দত্তকে প্রথম স্বামী বিবেকানন্দ নামে কে সম্মোধন করেন - ক্ষেত্রীর মহারাজ অজিত সিং
❍ মহাক্ষত্রক কার উপাধি - নহপান
❍ “খোকা ঘুমালো পাড়া জুড়ালো, বর্গী এল দেশে”-এই বর্গী বলতে কাদের বোঝানো হয়েছে - মারাঠা দস্যুদের
❍ ভারতের কোন মুখ্য মন্ত্রী ২০০৬ সালে ম্যাগসাসাই পুরস্কার পেয়েছিলেন - অরবিন্দ কেজরীবাল
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box