Bengali GK Notes Part-75 || জিকে নোটস
![]() |
GK Notes Part-75 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-75 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Part-75
❍ ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন - রাজিয়া সুলতানা
❍ মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা “পদ্মা নদীর মাঝি” কত সালে প্রকাশিত হয়েছে - ২৮শে মে ১৯৩৬ সালে
❍ কাকে শান্তির মানুষ নামে অভিহিত করা হয় - লাল বাহাদুর শাস্ত্রী
❍ কোন ব্রিটিশ প্রধানমন্ত্রী ভারতে ক্রিপস মিশন প্রেরণ করেন - উইনস্টন চার্চিল
❍ রকেটে কি ধরনের জ্বালানি ব্যবহৃত হয় - তরল হাইড্রোজেন
❍ সূর্যমুখী ফুল আলোকের তীব্রতায় ফোটে এটি কী প্রকারের চলন - ফটোন্যাস্টিক
❍ পশ্চিমবঙ্গের বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ কত - ১৭৫ সেন্টিমিটার
❍ রবীন্দ্রনাথ ঠাকুর কোন কাব্যগ্রন্থের জন্য নোবেল পান - গীতাঞ্জলি
❍ উটের পাকস্থলীতে অবস্থিত জল সরবরাহকারী অঙ্গটির নাম কী - ওয়াটার স্যাক
❍ কোন ব্যাঙ্কিং প্রতিষ্ঠানটি একমাত্র কৃষি ঋণ প্রদান করে - NABARD
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box