Bengali GK Notes Prostuti Part-83 || জিকে নোটস
![]() |
GK Notes Prostuti Part-83 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-83 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ ১০টি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
GK Notes Prostuti Part-83
❍ মানুষের স্কার্ভি রোগ হয় কোন ভিটামিনের অভাবে - ভিটামিন C
❍ বাংলার মুকুটহীন রাজা বলে কাকে অভিহিত করা হয় - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
❍ সুভাষচন্দ্র বসু কবে ফরোয়ার্ড ব্লক গঠন করেন - ১৯৩৯ সালের ৩রা মে
❍ “আগ্রার অন্ধপক্ষী” বলে কে অভিহিত হয়েছিলেন - সুরদাস
❍ অক্সিনের রাসায়নিক নাম কী - ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড (IAA)
❍ আকবরের শাসন ব্যবস্থার সরকারের খাস জমিকে কি বলা হত - খালিসা
❍ ওস্তাদ আলী আকবর খান কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত - সরোদ বাদ্যযন্ত্র
❍ কার্বোহাইড্রেট কি রূপে কাজ করে - শক্তির প্রধান উৎস
❍ সাদা কয়লা (White Coal) কাকে বলে - হাইড্রোইলেকট্রিসিটি
❍ দেহের কোন গ্রন্থি বৃদ্ধির ফলে গলগণ্ড রোগ হয় - থাইরয়েড
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box