Breaking





Thursday, July 15, 2021

Bangla General Studies Notes Part-107

Bangla General Studies Notes Part-107 || জিকে নোটস 

Bangla General Studies Notes Part-107 || জিকে নোটস
GK Notes Part-107
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bangla General Studies Notes Part-107 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bangla General Studies Notes Part-107

পারসেক একক দিয়ে কি পরিমাপ করা হয় - মহাজাগতিক দূরত্ব

আজাদ হিন্দ ফৌজের দায়িত্ব নেতাজীর হাতে কে তুলে দিয়েছিলেন - রাসবিহারী বসু

কোন দেশকে “ইউরোপের ককপিট” বলা হয় - বেলজিয়াম

ভারতের জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ প্রস্তাবটি গৃহিত হয়েছিল - লাহোর

বায়ুমণ্ডল না থাকলে আকাশের বর্ণ কি হত - কালো

হায়দ্রাবাদের শাসককে কি বলা হয় - নিজাম

দিল্লির কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপে ভগৎ সিংয়ের সঙ্গী কে ছিলেন - বটুকেশ্বর দত্ত

কালকূট ও ভ্রমর কার ছদ্মনাম - সমরেশ বসু

ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত - মুম্বাই

মহম্মদ ঘোরির সেনাপতির নাম কি - বখতিয়ার খিলজি

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box