Bangla GK Series Part-102 || জিকে সিরিজ
![]() |
জিকে নোটস |
আজকে আপনাদের সঙ্গে Bangla GK Series Part-102 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
বাংলা জিকে সিরিজ পর্ব-১০২
☑ কার সময় কালে বিখ্যাত ইলবার্ট বিল বিতর্ক ঘটেছিল - লর্ড রিপন
☑ “মাই কান্ট্রি, মাই লাইফ” - আত্মজীবনীমূলক বইটি কার লেখা - লাল কৃষ্ণ আডবানি
☑ কোন মুঘল সম্রাট মনসবদারী প্রথা প্রচলন করেন - মুঘল সম্রাট আকবর
☑ ভারতীয় সংবিধানে শিক্ষার অধিকার কোন ধরনের অধিকার - মৌলিক অধিকার
☑ ধনাত্মক আয়নযুক্ত আয়ন কে কি বলে - ক্যাটায়ন
☑ পশ্চিমবঙ্গের হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চলটি কি নামে পরিচিত - তরাই ও ডুয়ার্স
☑ হাইড্রোজেনের কয়টি আইসোটোপ আছে - তিনটি
☑ পৃথিবীর বৃহত্তম মন্দির অঙ্কোরভাট কোন দেশে অবস্থিত - কম্বোডিয়া
☑ ব্রিটিশ শাসনকালে সিপাহী বিদ্রোহ কোন বছর হয়েছিল - ১৮৫৭ সালের ১০ মে
☑ গোয়েন্দা ব্যোমকেশ বক্সীর চরিত্রটি সৃষ্টি কে করেছিলেন - শরদিন্দু বন্দ্যোপাধ্যায়
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box