Bengali GK Notes Class Part-96 || জিকে নোটস
![]() |
GK Notes Part-96 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Class Part-96 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Notes Part-96
❖ রুপী চিহ্নটি কোন বছর সরকারীভাবে গৃহীত হয় - ২০১০ সালের ১৫ জুলাই
❖ মানব দেহের কোন গ্রন্থিকে প্রভু গ্রন্থি বা মাস্টার গ্ল্যান্ড বলা হয় - পিটুইটারি গ্রন্থি
❖ মহম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন - দেবগিরি বা দৌলতবাদ
❖ মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে - নর্মদা
❖ “সার্ভেন্ট অফ পিপল সোসাইটি” কে প্রতিষ্ঠা করেন - লালা লাজপত রায়
❖ কোন মুঘল সম্রাট “ঝরোখা দর্শন” প্রথার প্রবর্তন করেন - আকবর
❖ গঙ্গা-ব্রহ্মপুত্র সম্মিলিত জলাধার কি নামে পরিচিতি - মেঘনা
❖ কার তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘর স্থাপিত হয় - ড. নাথানিয়েল ওয়ালিচ (Nathaniel Wellicht)
❖ ডালহৌসি শৈলশহর কোথায় অবস্থিত - হিমাচল প্রদেশ
❖ কোন প্রাচীন সভ্যতায় হায়ারোগ্লিফিক লিপি পাওয়া যায় - মিশরীয় সভ্যতা
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box