Bengali GK Set-104 for All Competitive Exams || GK Notes
![]() |
Bengali GK Set-104 |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Set-104 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Set Part-104
❏ শকারি উপাধি কে গ্রহন করেছিলেন - গুপ্ত সম্রাট দ্বিতীয় চন্দ্রগুপ্ত
❏ Indian War Memorial Museum কোথায় অবস্থিত - নিউ দিল্লি
❏ কোন বছর থেকে দাদাসাহেব ফালকে পুরস্কার দেওয়া হয় - ১৯৬৯ সাল
❏ DNA থেকে RNA সৃষ্টির পক্রিয়াকে কি বলে - ট্রান্সক্রিপশন
❏ ভারতের “গোল্ডেন গার্ল” বলা হয় কাকে - পি টি উষা
❏ ভোলগা কোথাকার বৃহত্তম নদী - ইউরোপ
❏ কোন সালে প্রথমবার সংবিধান সংশোধন করা হয় - ১৯৫১ সালে
❏ ইস্ট ইন্ডিয়া কোম্পানি কার রাজত্বকালে ভারতে প্রথম বাণিজ্য কুঠি নির্মাণ করে - জাহাঙ্গীর
❏ কোথায় বস্তুর ওজন শুন্য হয় - পৃথিবীর কেন্দ্রে
❏ কাশ্মীরের রত্ন বলা হয় কোন হ্রদকে - ডাল হ্রদকে
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box