সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Notes Part-109
![]() |
GK Notes Part-109 |
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-109 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
⦿ সূর্যের আলোতে কোন ধরনের ভিটামিন থাকে - ভিটামিন D
⦿ সিকিম কোন বছরে ভারতের ২২তম অঙ্গরাজ্যে পরিণত হয় - ১৯৭৫ সালে
⦿ কোন গভর্নর জেনারেল স্বত্ববিলোপ নীতির সঙ্গে সম্পর্কিত - লর্ড ডালহৌসি
⦿ কার্যকালীন সময়ে প্রথম কোন ভারতীয় রাষ্ট্রপতির মৃত্যু হয়েছিল - জাকির হোসেন
⦿ ভারতের প্রতিবেশী দেশের সংখ্যা কয়টি - নয়টি
⦿ পক প্রণালী কোন দুটি দেশকে পৃথক করেছে - ভারত ও শ্রীলংকা
⦿ সংবিধান অনুসারে কম্পট্রলার ও অডিটর জেনারেলের কার্যকাল কত - ৬ বছর
⦿ তরল পদার্থের ফোঁটা গোলাকৃতি হওয়ার কারণ - পৃষ্ঠটান
⦿ অজাতশত্রু কার প্ররোচনায় পিতাকে হত্যা করেছিলেন - দেবদত্ত
⦿ ভারতীয় মুদ্রার নতুন চেহারা কে অঙ্কন করেছেন - ডি. উদয় কুমার
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box