Breaking





Wednesday, July 28, 2021

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Notes Part-117

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Notes Part-117 | জিকে নোটস 

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর | GK Notes Part-117 | জিকে নোটস
GK Notes Part-117
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Notes Part-117 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর

১৯৪৬ সালে কোন মিশন বা কমিশন ভারতে আসে - ক্যাবিনেট মিশন

ড: প্রফুল্ল চন্দ্র ঘোষ কোন রাজ্যে প্রথম মুখ্যমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন - পশ্চিমবঙ্গ

শ্রীনগরের বিখ্যাত শালিমার বাঘ কে তৈরি করেছিলেন - সম্রাট জাহাঙ্গীর

কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসককে কি বলা হয় - লেফটেন্যান্ট গভর্নর

কংসাবতীর নদীর অপর নাম কি - কাঁসাই নদী

রওলাট কমিশনের অপর নাম কি - সিডিশন কমিশন

জওহরলাল নেহরু বন্দর (নবসেবা) কোন রাজ্যে অবস্থিত - মহারাষ্ট্র

কাবেরী জল বিতর্ক কোথায় দেখা যায় - তামিলনাড়ু ও কর্ণাটক

কোন সেলকে “সুইসাইড ব্যাগ” বলা হয় - লাইসোজোম

বাংলার আদিনা মসজিদ কে নির্মাণ করেন - সিকান্দার শাহ

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box