Bengali General Knowledge Notes Part-128 || GK Notes
![]() |
GK Notes |
আজকে আপনাদের সঙ্গে Bengali General Knowledge Notes Part-128 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Notes Part-128
⦿ রামকৃষ্ণ পরমহংস দেবের আসল নাম কী - গদাধর চট্টোপাধ্যায়
⦿ “Citizen and Society” -বইটির লেখক কে - মোহাম্মদ হামিদ আনসারি
⦿ ভারতের হলুদ বিপ্লবের (তৈলবীজ) জনক কাকে বলা হয় - বিন্দেশ্বর প্রসাদ সিং
⦿ জাফর খাঁ কার সেনাপতি ছিলেন - আলাউদ্দিন খলজি
⦿ গৌতম বুদ্ধ কোথায় নির্বাণ লাভ করেন - বোধগয়া
⦿ যোগেশ্বর দত্ত কোন খেলার সাথে যুক্ত - কুস্তি
⦿ কে মন্তব্য করেছিলেন যে, প্রস্তাবনা হল সংবিধানে প্রবেশের চাবিকাঠি - আরনেস্ট বার্কার
⦿ মহাবালেশ্বর শৈলশহর কোথায় অবস্থিত - মহারাষ্ট্র
⦿ হাইড্রোজেন গ্যাস কি রঙের শিখায় জ্বলে - নীল
⦿ কমলাকান্ত কার ছদ্মনাম - বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box