Breaking





Monday, August 23, 2021

Bengali GK Notes Part-142 for Competitive Exams

Bengali GK Notes Part-142 for Competitive Exams 

Bengali GK Notes Part-142 for Competitive Exams
GK Notes
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Notes Part-142 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Notes Part-142

⦿ গুজরাটে অবস্থিত হরপ্পা সভ্যতার কেন্দ্রটির নাম কি - লোথাল

⦿ My Experiments with Truth - বইটির লেখক কে - মহাত্মা গান্ধী

⦿ ইংরেজদের দ্বারা কলকাতায় নির্মিত দুর্গের নাম কি - ফোর্ট উইলিয়াম

⦿ পন্ডিত শিব কুমার শর্মা কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত - সন্তুর

⦿ কোন ধাতু উলফ্রাম নামেও পরিচিত - টাংস্টেন

⦿ মানিক বন্দ্যোপাধ্যায় কোন সাহিত্যিকের ছদ্মনাম - প্রবোধকুমার বন্দ্যোপাধ্যায়

⦿ বুলগেরিয়ার রাজধানীর নাম কি - সোফিয়া

⦿ ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি - প্রতিভা পাটিল

⦿ বিক্রম সারাভাই মহাকাশ গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত - তিরুবনন্তপুরম

⦿ “পারো” উপত্যকা কোথায় দেখা যায় - ভুটান

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box