জিকে প্রশ্নোত্তর | GK Album Part-138
![]() |
জিকে প্রশ্নোত্তর |
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে GK Album Part-138 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Album Part-138
⦿ মারাঠা রাজনীতির চাণক্য কাকে বলা হয় - নানা ফড়নবিশ
⦿ দ্য এশিয়াটিক সোসাইটি কত সালে প্রতিষ্ঠিত হয় - ১৭৮৪ সালের ১৫ জানুয়ারি
⦿ সুপ্রিমকোর্টে কত ধরনের ফৌজদারি আপিল করা যায় - তিন ধরনের
⦿ আইন অমান্য আন্দোলন কবে শুরু হয়েছিল - ১৯৩০ সালে
⦿ ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন - আকবর
⦿ উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলের প্রধান নদী কোনটি - তিস্তা নদী
⦿ ভারতের জাতীয় পতাকা কোন কাপড়ে তৈরি - খাদি
⦿ বায়ুর কোন মণ্ডলকে ক্ষুব্ধমণ্ডলও বলা হয় - ট্রপোস্ফিয়ার
⦿ মুঘল সম্রাট শাহজাহানের আসল নাম কি ছিল - খুররম
⦿ কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্টা করেন - ওয়ারেন হেস্টিংস
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box