জিকে প্রশ্নোত্তর | GK Notes Part-149
![]() |
জিকে প্রশ্নোত্তর |
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Notes Part-149 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Bengali GK Notes Part-149
⦿ পিসার হেলানো মিনার কোথায় অবস্থিত - ইতালি
⦿ A Nation in Making -পুস্তকটি কার লেখা - সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়
⦿ হোমরুল সোসাইটি লন্ডনে কে প্রতিষ্ঠা করেন - শ্যামজী কৃষ্ণবর্মা
⦿ সূর্য কোন পদ্ধতিতে শক্তি অর্জন করেন - ফিউশন পদ্ধতি
⦿ কোন প্রাণীর দুধে অ্যালকোহল থাকে - হাতি
⦿ মুহাম্মদ মুহসীনউদ্দীন কোন আন্দোলনের নেতা ছিলেন - ফরায়েজি আন্দোলন
⦿ ইয়োলো বুক কোন দেশের সরকারি নথি - ফ্রান্স
⦿ ডেনমার্কের আইনসভার নাম কি - ফোকেটিং
⦿ টিভি রিমোটে কি ব্যবহৃত হয় - ইনফ্রারেড তরঙ্গ
⦿ জিপসাম কোন ধাতুর আকরিক - ক্যালসিয়াম
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box