Breaking





Saturday, September 04, 2021

Bengali GK Capsule Part-153

Bengali GK Capsule Part-153 for Competitive Exam 

Bengali GK Capsule Part-153
GK Capsule
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Capsule Part-153 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Capsule Part-153

⦿ কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত - ইন্দিরা গান্ধী

⦿ জয়দেব কোন রাজসভার পঞ্চরত্ন এর একজন রত্ন ছিলেন - লক্ষণ সেন

⦿ Right Under Our Nose বইটির রচয়িতা কে - আর গিরিধরন

⦿ অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী - সালফার ডাই অক্সাইড

⦿ দ্বৈত শাসন ব্যবস্থা কে তুলেনেন - লর্ড ওয়ারেন হেস্টিংস

⦿ VAT - এর সম্পূর্ণ নাম কি - Value Added Tax

⦿ লোথিয়ান দ্বীপ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত - দক্ষিণ ২৪ পরগনা

⦿ জার্মানির মুদ্রার নাম কি - ইউরো

⦿ মাম্পস রোগটি কোন অংশের প্রদাহের কারণে হয় - প্যারোটিড গ্রন্থি

⦿ পৃথিবীর প্রাচীনতম স্থলভাগকে কি বলে - প্যানজিয়া

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box