Breaking





Friday, September 17, 2021

Bengali GK Power Part-166 | GK Notes

Bengali GK Power Part-166 for Competitive Exams 

Bengali GK Power Part-166 | GK Notes
GK Notes
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Power Part-166 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Power Part-166

⦿ The Comet Disturber কোন গ্রহের অপর নাম - বৃহস্পতি

⦿ হাওড়া কোন প্রশাসনিক বিভাগের অন্তর্গত - প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত

⦿ কোন বছর ইংরেজদের সঙ্গে রণজিৎ সিংহের অমৃতসরের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল - ১৮০৯ খ্রিস্টাব্দে

⦿ কে শের আফগান নামে কে পরিচিত ছিল - আলিকুলি বেগ

⦿ “Terror of Bengal” কাকে বলা হয় - কচুরিপানা

⦿ বিশ্বের প্রথম সৌরশক্তিচালিত রেলস্টেশনের নাম কি - বিশ্বনাথ (বেঙ্গালুরু)

⦿ প্রথম কোন ভারতীয় বেলুনে ভ্রমণ করেন - রামচন্দ্র চট্টোপাধ্যায়

⦿ Why Am I an Atheist  বইটি কার লেখা - ভগৎ সিং

⦿ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের রাষ্ট্রপতি ছিলেন - ইয়াহিয়া খান

⦿ বাংলা ভাষায় প্রথম বই ছাপা হয় কত সালে - ১৬৮২ সালে

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box