Daily GK Page Part-176 for Competitive Exams
![]() |
GK Page |
আজকে আপনাদের সঙ্গে Daily GK Page Part-176 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
Daily GK Page Part-176
⦿ কে বাজার নিয়ন্ত্রণ নীতি প্রচলন করেন - আলাউদ্দিন খলজি
⦿ কোন দেশ চিরাচরিত জাতীয় বস্ত্র ও সংকৃতির প্রতি দেশবাসীকে অনুগত রাখার জন্যে আইন তৈরি করেছে - তাজাকিস্তান
⦿ “Back to Vedas” এই স্লোগান কে প্রবর্তন করেন - স্বামী দয়ানন্দ সরস্বতী
⦿ কে চাহলগামী অভিজাতদের ক্ষমতা খর্ব করেছিলেন - গিয়াসুদ্দিন বলবন
⦿ “সত্তর বৎসর” কার আত্মজীবনী - বিপিনচন্দ্র পাল
⦿ ভারতবর্ষকে ক্ষমতা হস্তান্তর -এর জন্য 1946 সালে “Break down plan” প্রস্তাব করেন - লর্ড মাউন্টব্যাটন
⦿ Computer প্রোগ্রামের ত্রুটিকে বলা হয় - বাগস
⦿ কে সিঙ্গাপুরের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হয়েছিলেন - হালিমা ইয়াকুব
⦿ কোন বস্তু উত্তাপের ফলে প্লাস্টার অফ প্যারিস তৈরি হয় - জীপসাম
⦿ পারমাণবিক বিকিরণ থেকে সুরক্ষিত রাখতে যে পদার্থ ব্যবহার করা হয় তা হলো - সিসা
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box