জিকে প্রশ্নোত্তর | GK Album Part-159
![]() |
জিকে প্রশ্নোত্তর |
আজকে আপনাদের সঙ্গে জিকে এলবাম পর্ব-১৫৯ শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
GK Album Part-159
⦿ সাইন্টিফিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেছিলেন - স্যার সৈয়দ আহমেদ খান
⦿ উচ্চতাজনিত ভয় কে কি বলা হয় - এক্রোফোবিয়া
⦿ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এর সদর দপ্তর কোথায় অবস্থিত - মুম্বাই
⦿ সুভাষচন্দ্র বসু কবে ফরোয়ার্ড ব্লক গঠন করেন - ১৯৩৯ সালের ৩রা মে
⦿ জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কী - তুজুক-ই-জাহাঙ্গীরী
⦿ “আগ্রার অন্ধপক্ষী” বলে কে অভিহিত হয়েছিলেন - সুরদাস
⦿ তেলেঙ্গানা রাজ্য গঠিত হয়েছে কোন সালে - ২০১৪ সালের ২ জুন
⦿ স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা কোনটি - দামোদর ভ্যালি কর্পোরেশন (ডিভিসি)
⦿ 100 ml বিশুদ্ধ রক্ত কত পরিমাণ অক্সিজেন বহন করতে পারে - 20 ml
⦿ পর্তুগিজরা কোন মশলাকে ব্ল্যাক গোল্ড বলতো - গোলমরিচ
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box