পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প PDF || Government Schemes & Projects of West Bengal
![]() |
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প |
আজ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প PDFটি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ তথা রাজ্য সরকারের উল্লেখযোগ্য প্রকল্প বা স্কিম, সাল ও উদ্দেশ্যের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে। আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় Government Schemes & Projects of West Bengal এই অংশ থেকে প্রশ্ন আসবেই।
তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প
প্রকল্প | সাল | উদ্দেশ্য |
---|---|---|
রুপশ্রী | ২০১৮ | প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের জন্য এককালীন ২৫ হাজার টাকা প্রদান |
জাগো প্রকল্প | ২০১৯ | স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫ হাজার টাকা প্রদান |
কৃষক বন্ধু | ২০১৯ | দুটি কিস্তিতে কৃষকদের বার্ষিক ১০হাজার টাকা পর্যন্ত অনুদান এবং ২ লক্ষ টাকার জীবন বীমা |
পথশ্রী | ২০২০ | পুরানো সড়কের মেরামত |
স্নেহালয় | ২০২০ | অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান |
বন্ধু প্রকল্প | ২০২০ | ৬০ বছরের বেশি বয়সের তফশিলি জাতির মানুষদের প্রতি মাসে ১ হাজার টাকা করে বার্ধক্য ভাতা প্রদান |
হাসির আলো | ২০২০ | গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক ৭৫ ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা |
কর্মসাথী | ২০২০ | বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান |
স্নেহের পরশ | ২০২০ | পরিযায়ী শ্রমিকদের জন্য ১ হাজার টাকা প্রদান |
বাংলাশ্রী | ২০২০ | ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান |
চা সুন্দরী প্রকল্প | ২০২০ | চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া |
দুয়ারে সরকার | ২০২০ | রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে মানুষের কাছে পৌঁছে দেওয়া |
লক্ষ্মীর ভাণ্ডার | ২০২১ | গৃহবধু ও মহিলাদের স্বনির্ভর করতে আর্থিক সাহায্য প্রদান |
মা প্রকল্প | ২০২১ | দরিদ্র মানুষদের জন্য ৫ টাকায় ডিম ও ভাত প্রদান |
স্টুডেন্ট ক্রেডিট কার্ড | ২০২১ | পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান |
পশ্চিমবঙ্গের প্রকল্পের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে
File Details::
File Name: Government Schemes & Projects of West Bengal
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 03
File size: 0.48 MB
No comments:
Post a Comment
Please do not enter any spam link in the comment box