Breaking





Sunday, May 15, 2022

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প PDF || Government Schemes & Projects of West Bengal

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প PDF || Government Schemes & Projects of West Bengal 

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প PDF || Government Schemes & Projects of West Bengal
পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প
প্রিয় পাঠকেরা,
আজ পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প PDFটি শেয়ার করলাম। যেটিতে পশ্চিমবঙ্গ তথা রাজ্য সরকারের উল্লেখযোগ্য প্রকল্প বা স্কিম, সাল ও উদ্দেশ্যের সুন্দর একটি তালিকা লিপিবদ্ধ করা আছে। আসন্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় Government Schemes & Projects of West Bengal এই অংশ থেকে প্রশ্ন আসবেই।

তাই আর সময় নষ্ট না করে নীচ থেকে তালিকাটি দেখে নিন এবং অফলাইনে যখন খুশি ও যেখানে ইচ্ছা পড়ার জন্য নীচ থেকে তালিকাটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন।

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্প

প্রকল্প সাল উদ্দেশ্য
রুপশ্রী ২০১৮
প্রাপ্তবয়স্ক মেয়েদের বিয়ের জন্য
এককালীন ২৫ হাজার টাকা প্রদান
জাগো প্রকল্প ২০১৯ স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫ হাজার টাকা প্রদান
কৃষক বন্ধু ২০১৯
দুটি কিস্তিতে কৃষকদের বার্ষিক ১০হাজার টাকা
পর্যন্ত অনুদান এবং ২ লক্ষ টাকার জীবন বীমা
পথশ্রী ২০২০ পুরানো সড়কের মেরামত
স্নেহালয় ২০২০
অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়া মানুষদের গৃহ
তৈরির জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান
বন্ধু প্রকল্প ২০২০
৬০ বছরের বেশি বয়সের তফশিলি জাতির মানুষদের
প্রতি মাসে ১ হাজার টাকা করে বার্ধক্য ভাতা প্রদান
হাসির আলো ২০২০
গ্রামীণ ও শহরাঞ্চলের অত্যন্ত গরিব যারা ত্রৈমাসিক ৭৫
ইউনিট অবধি বিদ্যুৎ ব্যবহার করেন, তাদের
বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ করা
কর্মসাথী ২০২০
বেকার যুবক-যুবতীদের অর্থনৈতিকভাবে
স্বনির্ভর করে তুলতে আর্থিক ঋণ প্রদান
স্নেহের পরশ ২০২০ পরিযায়ী শ্রমিকদের জন্য ১ হাজার টাকা প্রদান
বাংলাশ্রী ২০২০ ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে উৎসাহ প্রদান
চা সুন্দরী প্রকল্প ২০২০ চা বাগানের গৃহহীন শ্রমিকদের আবাসন দেওয়া
দুয়ারে সরকার ২০২০
রাজ্য সরকারের সমস্ত প্রকল্পকে
মানুষের কাছে পৌঁছে দেওয়া
লক্ষ্মীর ভাণ্ডার ২০২১
গৃহবধু ও মহিলাদের স্বনির্ভর করতে
আর্থিক সাহায্য প্রদান
মা প্রকল্প ২০২১ দরিদ্র মানুষদের জন্য ৫ টাকায় ডিম ও ভাত প্রদান
স্টুডেন্ট ক্রেডিট কার্ড ২০২১ পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ প্রদান

পশ্চিমবঙ্গের প্রকল্পের সম্পূর্ণ তালিকাটি পিডিএফে আছে

File Details::
File Name: Government Schemes & Projects of West Bengal
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 03
File size: 0.48 MB


No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box