WBP Constable Preliminary 2021 Practice Set PDF | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF
![]() |
পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট |
আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য WBP Constable Prilims 2021 Practice Set PDF টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক সারিবদ্ধভাবে ৫০টি প্রশ্ন এবং সঙ্গে উত্তরপত্র উপস্থাপন করা আছে, যেটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।
সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তর গুলি দেখে নিন এবং নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস সেটটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন এবং নিজের প্রস্তুতির মাত্রা একধাপ এগিয়ে রাখুন।
WBP Constable Preliminary Practice Set
01. বেঙ্গল কেমিক্যালস এর প্রতিষ্ঠাতা কে ?
A. প্রফুল্ল চন্দ্র রায়
B. সি ভি রমন
C. জগদীশ চন্দ্র বসু
D. সতীশচন্দ্র মুখোপাধ্যায়
02. কোন সেলকে “সুইসাইডাল ব্যাগ” বলা হয় ?
A. সেন্ট্রোজোম
B. রাইবোজম
C. লাইসোজোম
D. নিউক্লিয়াস
03. Right Under Our Nose বইটির রচয়িতা কে ?
A. মোহন সিংভাকনা
B. আর গিরিধরন
C. মুন্সী প্রেমচাঁদ
D. মদনলাল ধিংড়া
04. কার সমাধিস্থল শক্তিস্থল নামে পরিচিত ?
A. জওহরলাল নেহরু
B. লাল বাহাদুর শাস্ত্রী
C. মহাত্মা গান্ধী
D. ইন্দিরা গান্ধী
05. লোথিয়ান দ্বীপ পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত ?
A. উত্তর ২৪ পরগনা
B. দক্ষিণ ২৪ পরগনা
C. বাঁকুড়া
D. বীরভূম
06. Gokhale My Political Guru - গ্রন্থটির লেখক কে ?
A. জওহরলাল নেহেরু
B. মহাত্মা গান্ধী
C. চিত্তরঞ্জন দাস
D. মোহাম্মদ আলী জিন্নাহ
07. ভারতে আইন কমিশন কত বছর অন্তর গঠিত হয় ?
A. দুই বছর
B. তিন বছর
C. পাঁচ বছর
D. ছয় বছর
08. সবুজপত্র পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
A. বীরবল দাস
B. অধীর সেন
C. অর্জুন সেন
D. প্রমথ চৌধুরী
09. বোর্ড অফ রেভিনিউ কে গঠন করেন ?
A. লর্ড ওয়ারেন হেস্টিংস
B. লর্ড ডালহৌসি
C. লর্ড ওয়াভেল
D. লর্ড কার্জন
10. পরমাণুর ব্যাস মাপা হয় কোন এককে ?
A. রেডিয়ান
B. ফার্মি
C. ডাইঅপ্টার
D. এম্পিয়ার
11. মাংসল পদ কোন প্রাণীর গমন অঙ্গ ?
A. অ্যামিবা
B. জোঁক
C. শামুক
D. অক্টোপাস
12. মানব উন্নয়ন প্রতিবেদন (HDR) প্রথম কবে প্রকাশিত হয় ?
A. ১৯৯০ সালে
B. ১৯৯৩ সালে
C. ১৯৯৫ সালে
D. ১৮৮৯ সালে
13. কোন কমিটি “মন্ডল পঞ্চায়েত” গঠনের সুপারিশ দেয় ?
A. নরসিংহ কমিটি
B. ভেঙ্কট রাও কমিটি
C. জিলানি কমিটি
D. অশোক মেহতা কমিটি
14. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পথের দাবী কবে প্রকাশিত হয় ?
A. ১৯১১ খ্রিস্টাব্দে
B. ১৯১৯ খ্রিস্টাব্দে
C. ১৯২৬ খ্রিস্টাব্দে
D. ১৯৩৭ খ্রিস্টাব্দে
15. My Journey Transforming Dreams into Actions - গ্রন্থটির লেখক কে ?
A. এপিজে আবদুল কালাম
B. আবুল কালাম আজাদ
C. মহাত্মা গান্ধী
D. জাকির হোসেন
16. পৃথিবীর প্রাচীনতম স্থলভাগকে কি বলে ?
A. প্যানজিয়া
B. পানামা
C. প্যানথালাসা
D. মন্ট্রিল
17. গান্ধী আরউইন চুক্তি কবে স্বাক্ষরিত হয় ?
A. ১৩ জুন ১৯২৩
B. ৫ মার্চ ১৯৩১
C. ২২ জানুয়ারি ১৯৩৯
D. ১৫ আগস্ট ১৯৪৫
18. ক্রিস্টোফার কলম্বাস কোথাকার নাবিক ছিলেন ?
A. ব্রাজিল
B. উগান্ডা
C. ইতালি
D. রোম
19. রবীন্দ্রনাথ কোন কবিকে কাব্য গুরু বলে স্বীকার করেছিলেন ?
A. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
B. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
C. নবীনচন্দ্র সেন
D. বিহারীলাল চক্রবর্তী
20. দু-আপসা শি-আপসা ব্যবস্থা কে চালু করেছিলেন ?
A. ঔরঙ্গজেব
B. জাহাঙ্গীর
C. আকবর
D. শাহজাহান
21. রাষ্ট্রপতি তার পদ ছেড়ে দিতে চাইলে কাকে সম্বোধন করবেন ?
A. উপরাষ্ট্রপতি
B. লোকসভার স্পিকার
C. ভারতের প্রধান বিচারপতি
D. প্রধানমন্ত্রী
22. আন্তর্জাতিক ন্যায়ালয় কোথায় অবস্থিত ?
A. নেদারল্যান্ডস
B. ব্রাসেলস
C. নিউইয়র্ক
D. জেনেভা
23. কে ইন্ডিয়ান ন্যশনাল আর্মির পরিচালনার ভার অর্পণ করেছিলেন সুভাষচন্দ্র বসুকে যিনি পরে এর নামকরণ করেন আজাদ হিন্দ ফৌজ ?
A. সুরেন্দ্রনাথ ব্যানার্জি
B. যতীন্দ্রমোহন সেনগুপ্ত
C. সূর্য সেন
D. রাসবিহারী বসু
24. “অন্ধ্র কেশরী” - নামে কে পরিচিত ছিলেন ?
A. টাঙ্গুতুরি প্রকাশম
B. আবদুল গাফফার খান
C. চিত্তরঞ্জন দাস
D. মহাত্মা গান্ধী
25. কোন গ্যাসকে মার্ক গ্যাস বলা হয় ?
A. নাইট্রোজেন
B. মিথেন
C. হিলিয়াম
D. আর্গন
26. কোন স্থানে গৌতম বুদ্ধের মহাপ্রয়াণ হয়েছিল ?
A. লুম্বিনি
B. বোধগয়া
C. কুশিনগর
D. সারনাথ
27. ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণের কথা বলা হয় ?
A. ১৪ নং ধারা
B. ১৫ নং ধারা
C. ১৬ নং ধারা
D. ১৭ নং ধারা
28. অশ্বক্ষমতা কত ওয়াটের সমান ?
A. ৭৪৬ ওয়াট
B. ৭৫৬ ওয়াট
C. ৭৬২ ওয়াট
D. ৭৮৩ ওয়াট
29. বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ কোথায় দেখতে পাওয়া যায় ?
A. হাম্পি
B. বড়দা
C. বিজাপুর
D. গোলকুন্ডা
30. কত সালে মাদার টেরিজা নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন ?
A. ১৯৭৯ সালে
B. ১৯৮২ সালে
C. ১৯৮৫ সালে
D. ১৯৯০ সালে
সম্পূর্ণ প্র্যাকটিস সেটটি পিডিএফে রয়েছে
File Details::
File Name: WBP Constable Prelims Practice Set
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 5
File size: 695 KB
Swapnadip Banerjee
ReplyDelete