Breaking





Tuesday, September 07, 2021

Bengali GK Dose Part-156 | GK Notes

Bengali GK Dose Part-156 | বাংলা জিকে ডোজ 

Bengali GK Dose Part-156
জিকে ডোজ
নমস্কার বন্ধুরা,
আজকে আপনাদের সঙ্গে Bengali GK Dose Part-156 শেয়ার করছি। যেটির মধ্যে গুরুত্বপূর্ণ দশটি জিকে প্রশ্ন ও উত্তর উপস্থাপন করা আছে। এই পর্বগুলির মাধ্যমে আপনারা আপনাদের জিকে ভাণ্ডারকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন। এবং বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে সফল ভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন।

Bengali GK Dose Part-156

⦿ দুটি নদীর মধ্যবর্তী অংশকে কী বলা হয় - দোয়াব

⦿ সমুদ্র গুপ্তকে “ভারতের নেপোলিয়ন” বলেছেন কোন ঐতিহাসিক - ভিনসেন্ট স্মিথ

⦿ কোন ক্রিকেটারকে রাওয়ালপিন্ডি এক্সপ্রেস বলা হয় - শোয়েব আখতার

⦿ লজ্জাবতী উদ্ভিদের কোন চলন দেখা যায় - সিসমোন্যাস্টি

⦿ মৌসুমী শব্দটি কোন মূল ভাষা থেকে এসেছে - আরবী

⦿ রকেটের কার্যনীতি নিউটনের কোন গতিসূত্রের উপর নির্ভরশীল - তৃতীয় গতিসূত্র

⦿ দিলওয়ারা মন্দির কোন রাজ্যে অবস্থিত - রাজস্থান

⦿ কোন শিখ গুরু “সাচ্চা বাদশাহ” উপাধী গ্রহণ করেছিলেন - গুরু হরগোবিন্দ

⦿ কোন দেশ প্রথম কাগজ শিল্পের উদ্ভাবন করে - চীন

⦿ বর্তমান আগ্রা শহরটি কে প্রতিষ্ঠা করেন - মুঘল সম্রাট আকবর (১৫৬৬)

No comments:

Post a Comment

Please do not enter any spam link in the comment box