Breaking





Saturday, September 11, 2021

WBP Constable Preliminary 2021 Practice Set Part-02 in Bengali PDF Download

WBP Constable Preliminary 2021 Practice Set Part-02 PDF | পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট PDF | পশ্চিমবঙ্গ পুলিশ প্রশ্ন উত্তর 

WBP Constable Preliminary 2021 Practice Set Part-02 in Bengali PDF
পুলিশ কনস্টেবল প্র্যাকটিস সেট পর্ব-০২
নমস্কার বন্ধুরা,
আগত পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল প্রিলিমিনারি পরীক্ষার প্রস্তুতির জন্য WBP Constable Prilims 2021 Practice Set Part-02 PDF টি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেটির মধ্যে সম্পূর্ণ সিলেবাসভিত্তিক সারিবদ্ধভাবে ৫০টি প্রশ্ন এবং সঙ্গে উত্তরপত্র লিপিবদ্ধ করা আছে, যেটি আপনারা প্র্যাকটিসের মাধ্যমে পরীক্ষার প্রস্তুতিকে শক্তিশালী করে তুলতে সক্ষম হবেন।

          সুতরাং সময় অপচয় না করে প্রশ্নোত্তর গুলি দেখে নিন এবং নিচের দেওয়া লিঙ্কে ক্লিক করে সম্পূর্ণ বিনামূল্যে প্র্যাকটিস সেটটির পিডিএফ ফাইলটি সংগ্রহ করে নিন এবং নিজের প্রস্তুতির মাত্রা একধাপ এগিয়ে রাখুন।

WBP Constable Preliminary Practice Set Part-02

01. স্বাধীন ভারতের প্রথম আইন মন্ত্রী কে ছিলেন ?
A. বল্লভভাই প্যাটেল
B. রাজেন্দ্র প্রসাদ
C. ড. বি আর আম্বেদকর
D. জওহরলাল নেহরু

02. কোন কয়লায় সবচেয়ে বেশি পরিমাণে কার্বন পাওয়া যায় ?
A. অ্যানথ্রাসাইট
B. বিটুমিনাস
C. লিগনাইট
D. পিট

03. উকিল নেহি, দলিল নেহি, আপিল নেহি” - উক্তিটি কার ?
A. চিত্তরঞ্জন দাশ
B. উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
C. মহাত্মা গান্ধী
D. সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়

04. পঞ্চায়েত রাজ এর সর্বনিম্ন স্তর কোনটি ?
A. পঞ্চায়েত সমিতি
B. গ্রাম পঞ্চায়েত
C. জেলা পরিষদ
D. কোনটিই নয়

05. টাইটানিক জাহাজটির ওজন কত ছিল ?
A. ৫০ হাজার টন
B. ৫৫ হাজার টন
C. ৬০ হাজার টন
D. ৬৫ হাজার টন

06. উদয়ভূমি কোন ব্যক্তির সমাধিস্থল ?
A. মহাত্মা গান্ধী
B. আর কে নারায়ণ
C. লাল বাহাদুর শাস্ত্রী
D. রাজেন্দ্র প্রসাদ

07. স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী কে ছিলেন ?
A. শ্রী রমেশ পোখরিয়াল
B. মৌলানা আবুল কালাম আজাদ
C. রাজনাথ সিং
D. রাধাকান্ত দেব

08. সহস্র হ্রদের দেশ নামে কোন দেশ পরিচিত ?
A. বলিভিয়া
B. নরওয়ে
C. ইংল্যান্ড
D. ফিনল্যান্ড

09. ভারতের কোন রাজ্য পূর্বে নেফা (NEFA) নামে পরিচিত ছিল ?
A. গুজরাট
B. পশ্চিমবঙ্গ
C. অরুণাচল প্রদেশ
D. কর্নাটক

10. হিতবাদী পত্রিকার সম্পাদনা কে করেন ?
A. দ্বারকানাথ বিদ্যাভূষণ
B. কালীপ্রসন্ন কাব্যবিশারদ
C. বাল গঙ্গাধর তিলক
D. বারীন্দ্র কুমার ঘোষ

11. পরিমাপের যন্ত্র তৈরিতে কোন সংকর ধাতু ব্যবহৃত হয় ?
A. মোনেল মেটাল
B. ইনভার
C. ব্রোঞ্জ
D. নিকেল স্টিল

12. হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত ?
A. ভাগীরথী
B. চন্দ্রাবতী
C. মুসি
D. মালপ্রভা

13. মগধের কোন শাসক সোনিয়া নামে পরিচিত ?
A. বিম্বিসার
B. হর্ষবর্ধন
C. অজাতশত্রু
D. ঔরঙ্গজেব

14. ক্রমাগত দাম বৃদ্ধি পাওয়ার প্রক্রিয়াকে কি বলে ?
A. চক্রবৃদ্ধি
B. মুদ্রাস্ফীতি
C. রাজস্ব নীতি
D. মুদ্রা সংকোচন

15. ক্রিকেট খেলাতে ৬ বলে ওভার কবে থেকে শুরু হয় ?
A. ১৮৯৮ সাল থেকে
B. ১৯০০ সাল থেকে
C. ১৯২১ সাল থেকে
D. ১৯৩৯ সাল থেকে

16. CNG এর ফুল ফর্ম কী ?
A. Compres Natural Gas
B. Compressed Nature Gas
C. Compressed Nutrition Gas
D. Compressed Natural Gas

17. পশ্চিমবঙ্গের বর্তমান শিক্ষা মন্ত্রী হলেন ?
A. পার্থ চট্টোপাধ্যায়
B. ব্রাত্য বসু
C. ফিরহাদ হাকিম
D. পুলক রায়

18. WWF এর ফুল ফর্ম কী ?
A. World Wide Fund for Nature
B. World Wide Fund
C. World Wide Festival
D. World Wide Feds

19. ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প হল ?
A. মহানন্দা ভ্যালি কর্পোরেশন
B. হুগলি ভ্যালি কর্পোরেশন
C. দামোদর ভ্যালি কর্পোরেশন
D. রূপনারায়ণ ভ্যালি কর্পোরেশন

20. কোষের শক্তিঘর কাকে বলা হয় ?
A. রাইবোজোম
B. মাইট্রোকন্ডিয়া
C. গলগী বডি
D. কোনোটিই নয়

21. RBI-এর বর্তমান গভর্নর হলেন ?
A. রঘুরাম দাস
B. শ্রীকান্ত সেন
C. শক্তিকান্ত দাস
D. আকাশ রায়

22. এবছর (২০২১) বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল ?
A. Ecosystem Restoration
B. Ecosystem Environment
C. Ecosystem Restore
D. Ecosystem Circle

23. মাছ ধরার ছিপ কোন শ্রেণীর লিভারের উদাহরণ ?
A. প্রথম শ্রেণী
B. দ্বিতীয় শ্রেণি
C. তৃতীয় শ্রেণি
D. কোনোটিই নয়

24. ভারতের সামরিক বাহিনীর সর্বাধিনায়ক কাকে বলা হয় ?
A. প্রধানমন্ত্রী
B. রাজ্যপাল
C. উপরাষ্ট্রপতি
D. রাষ্ট্রপতি

25. ভারতের সশস্ত্র বিপ্লবাদের জনক বলা হয় কাকে ?
A. বাসুদেব বলবন ফাড়কে
B. মহাত্মা গান্ধী
C. বল্লভভাই প্যাটেল
D. সতীশচন্দ্র মুখোপাধ্যায়

26. জওহরলাল নেহরু ভারতের কোন শহরকে “মিনিয়েচার ইন্ডিয়া” বলেছিলেন ?
A. কলকাতা
B. দিল্লি
C. খড়গপুর
D. মুম্বাই

27. কৃষ্ণকুমার মিত্র সম্পাদিত পত্রিকাটির নাম কি ?
A. আনন্দবাজার
B. সমাচার
C. হিন্দু প্যাট্রিয়ট
D. সঞ্জীবনী

28. বাঘা যতীন নামে কে পরিচিত ছিলেন ?
A. যতীন্দ্রনাথ মুখোপাধ্যায়
B. যতীন্দ্রমোহন সেনগুপ্ত
C. যতীন দাস
D. যতীন্দ্র চট্টোপাধ্যায়

29. মাউন্ট কোসিয়াস্কো কোন দেশের সর্বোচ্চ শৃঙ্গ ?
A. ভারত
B. বাংলাদেশ
C. অস্ট্রেলিয়া
D. নিউজিল্যান্ড

30. বিপদ সংকেত লাল বর্ণের আলোর ব্যবহার করার কারণ ?
A. তরঙ্গ দৈর্ঘ্য বেশি
B. তরঙ্গ দৈর্ঘ্য কম
C. বিক্ষেপ বেশি
D. বিক্ষেপ কম

সম্পূর্ণ প্র্যাকটিস সেটটির পিডিএফ ডাউনলোড লিঙ্ক নীচে রয়েছে


File Details::
File Name: WBP Constable Prelims Practice Set 02
File Format: PDF
File Language: Bengali
No. of Pages: 5
File size: 740 KB


2 comments:

Please do not enter any spam link in the comment box